ইতিউতি না তাকিয়েই যা দেখালেন Subhashree!

Subhashree: ছক ভাঙতে হয়ে উঠেছিলেন মরিয়া। অনবরত শুটিং। ক্যামেরার ঝলকানি এড়িয়ে এবার কিছুটা অন্য রূপে সামনে আসতে চাইলেন। নিজের অত্যন্ত রঙিন ফিল্মি জীবনটাকে নিয়ে একটু…

Subhashree

short-samachar

Subhashree: ছক ভাঙতে হয়ে উঠেছিলেন মরিয়া। অনবরত শুটিং। ক্যামেরার ঝলকানি এড়িয়ে এবার কিছুটা অন্য রূপে সামনে আসতে চাইলেন। নিজের অত্যন্ত রঙিন ফিল্মি জীবনটাকে নিয়ে একটু সাধারণের মাঝে হারাতে চাইলেন নায়িকা। তুলে ধরলেন নিজের মধ্যে লুকিয়ে থাকা অচেনা শুভশ্রীকে। যা দেখে রীতিমত হতবাক ফ্যানেরাও। তিনি যে রাজ চক্রবর্তীর পরিণতা Subhashree

   

আসলে সম্প্রতি কোনোরকম লিপস্টিক, ফাউন্ডেশন, প্রাইমার, মাস্কারা, ব্লাশ ছাড়াই নিজের একটা সেলফি তুলে নিয়েছিলেন নায়িকা। এক কথায় নো মেকআপ বিউটি যাকে বলে আর কি। তুলে নিয়ে সাতপাঁচ ট্রোলের কথা না ভেবেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভ। ছবিতে দেখা যায়, মুখ ভর্তি সেক্সি রিঙ্কেলস, গোলাপি ঠোঁট, পদ্ম পাপড়ির মতো চোখ। যেন স্বর্গের অপ্সরা। ফ্যানেরা বলছেন, মেকআপ ছাড়া ঢের বেশি সুন্দরী শুভশ্রী গাঙ্গুলি।

শুভশ্রী এই প্রথম নয়, এর আগেও মেকআপ না মেখেই ছবি পোস্ট করেছেন নায়িকা। এই মুহূর্তে দাঁড়িয়ে মেকআপ ছাড়া ছবি পোস্ট করাও একটা ট্রেন্ড। এই একই ট্রেন্ডিং পথে হেঁটেছেন আলিয়া ভাট, করিনা কাপুর খান, সোনম কাপুর থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, দীপিকা পাডুকোন, কৃতি শ্যাননরাও। টলিউডে পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়ও মাঝে মধ্যে মেকআপ ছাড়া ছবি শেয়ার করে নেন ফ্যানেদের সঙ্গে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Subhashree Ganguly Fans Urbana (@subhashreegangulyfancluburbana)

প্রসঙ্গত, নবজন্মা ইয়ালিনিকে বাড়িতে রেখেই কেরিয়ারে মন দিয়েছেন শুভ। সম্প্রতি, বাবলির লুক সেট করতে স্টুডিওতে হাজির হয়েছিলেন তিনি। বুদ্ধদেব গুহ-র উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে বাবলি। সেখানেই মূল চরিত্রে দেখা যাবে দেবের প্রাক্তন নায়িকাকে। তাঁর বিপরীতে অভিনয় করবেন আবির চট্টোপাধ‍্যায়। এই প্রথমবার আবিরের সঙ্গে জুটি বাঁধছেন শুভশ্রী গাঙ্গুলি।