জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে (Bangladesh) ভয়াবহ পরিস্থিতি। পুরো ট্রেন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ, ট্রেনে আগুন ধরিয়ে নাশকতার চেষ্টা। এর আগেও যাত্রীসহ ট্রেনে আগুন ধরানো হয়েছিল। এবার ভারত সীমান্তবর্তী বেনাপোল থেকে আসা এক্সপ্রেসে আগুনের ঘটনায় পুড়িয়ে মারার অভিযোগ উঠছে ফের। ঢাকার রাজপথে একটি বাসেও আগুন ধরানো হয়।
৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন। ভোটের আগের দিন থেকে বিরোধীরা হরতাল ডেকেছে। এতে তৈরি হয়েছে নাশকতার আশঙ্কা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার কমলাপুরে প্রবেশের সময় ট্রেনের একটি কামরায় আগুন দেয় নাশকতাকারীরা। কোনওরকমে যাত্রীরা কামরা থেকে বেরিয়ে আসেন। এক যুবক আগুনে আটকে পড়েন। তিনি বেশ কিছুক্ষণ আগুনের ভেতরেই দৌড়-ঝাঁপ করে বাঁচার চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত আর পারেননি। পুড়ে মারা যান।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে এসেছিল। ট্রেনটির ঢাকায় পৌঁছানোর কথা রাত ৮টা ৪৫ মিনিটে। এর মধ্যে আগুন ধরানো হয়।
শুক্রবার ঢাকার গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন ধরানো হয়। বাংলাদেশ রেলওয়ে পুলিশের ঢাকা জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, এটি নাশকতা নাকি গোলযোগ বিষয়টি যাচাই করা হচ্ছে। আর বেঁচে যাওয়া যাত্রীরা বলছেন দুষ্কৃতিরা আগুন ধরিয়েছে