Mohun Bagan: শনিতেই তিলোত্তমায় পা রাখতে পারেন আনোয়ার আলি

গতবছর ফুটবল মরশুমে অনবদ্য পারফরম্যান্স ছিল মোহনবাগানের (Mohun Bagan)। শুরুটা খুব একটা ভালো না হলেও পরবর্তীতে নিজের ছন্দে ফিরে এসেছিল ময়দানের এই প্রধান। সেখান থেকে…

Anwar Ali

গতবছর ফুটবল মরশুমে অনবদ্য পারফরম্যান্স ছিল মোহনবাগানের (Mohun Bagan)। শুরুটা খুব একটা ভালো না হলেও পরবর্তীতে নিজের ছন্দে ফিরে এসেছিল ময়দানের এই প্রধান। সেখান থেকে টুর্নামেন্টের একের পর এক শক্তিশালী দলকে হারিয়ে আইএসএলের শিরোপা লাভ। নতুন সিজনেও সেই পারফরম্যান্স ধরে রাখাই অন্যতম পরিকল্পনা ছিল সবুজ মেরুন ব্রিগেডের। সেইমতো বেশ কিছু বদল আসে দলের অন্দরে। বিদেশি ফুটবলারদের মধ্যে কার্ল ম্যাকহিউ থেকে শুরু করে বেশ কিছু ফুটবলারদের ছাঁটাই করে মোহনবাগান। বদলানো হয় দেশীয় ব্রিগেডে। এমনকি বাদ পড়েন গতবারের আইএসএল জয়ের অন্যতম নায়ক তথা প্রাক্তন বাগান অধিনায়ক প্রীতম কোটাল।

Advertisements

আরও পড়ুন: Anwar Ali: সুপার কাপে খেলবেন আনোয়ার? জানুন 

   

নতুন মৌসুমে দলের রক্ষণভাগকে শক্তিশালী করে তুলতে এফসি গোয়া থেকে আনা হয়েছিল আনোয়ার আলীকে। যা নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবে ডুরান্ড কাপের এএফসি কাপ খেলতে গিয়ে ঘটে যায় বিপত্তি। বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলতে গিয়ে পায়ে চোট আসে দেশে এই দাপটে ডিফেন্ডারের। যার দরুন ছিটকে যেতে হয় টুর্নামেন্ট থেকে। পরবর্তীতে জানা গিয়েছিল যে সুপার কাপের আগেই হয়ত ফিরে আসবেন আনোয়ার। কিন্তু সেই নিয়ে কোনো কিছুই জানা যায়নি চূড়ান্ত ভাবে। তবে গত কয়েকদিন আগেই শোনা গিয়েছিল যে জানুয়ারির প্রথম সপ্তাহেই নাকি ফিরতে পারেন আনোয়ার।

Advertisements

তবে বর্তমানে জানুয়ারি প্রথম সপ্তাহ শেষের দিকে এসে গেলেও এখনো পর্যন্ত আনোয়ারের দেখা পায়নি বাগান সমর্থকরা। তাহলে কি জানুয়ারিতে আসতে পারবেন না আনোয়ার? সেই নিয়ে এবার উঠে আসলো নয়া তথ্য। যতদূর জানা গিয়েছে, আগামীকালের মধ্যেই হয়তো শহরে পা রাখবেন আনোয়ার। কিন্তু কবে থেকে সবুজ-মেরুন জার্সিতে অনুশীলন করবেন তিনি তা এখনো পরিষ্কার হয়নি।