Abir: সে কি কাণ্ড! শহরে এবার ‘বাদামী হায়না’র দাপট! আর তার প্রকোপ থেকে বাঁচাতে আসছে ‘বটতলার ডিটেক্টিভ’ তথা আবির চট্টোপাধ্যায়! হ্যাঁ, ঠিকই পড়ছেন। ফেলুদা, ব্যোমকেশ ছেড়ে এবার স্বপনকুমারের গোয়েন্দা চরিত্র হয়ে সিনেমার পর্দায় আসছেন আবির চট্টোপাধ্যায়। আজকের প্রতিবেদনের মাধ্যমে সবটাই জেনে নিন বিস্তারিত।
দু’হাতে দুটো পিস্তল! একেবারে দুর্ধর্ষ ডিটেক্টিভ অবতারে হাজির টলিউড দুনিয়ার জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায় এর। পাঁচের দশকের শুরুর দিকে স্বপন কুমার রচিত দীপক চ্যাটার্জির গোয়েন্দা সিরিজ পাঠক মহলে ছিল অত্যন্ত জনপ্রিয়। বটতলার বই হিসেবে খ্যাত হলেও জনপ্রিয়তা এবং বিক্রিতে দীপক চ্যাটার্জি ছিল সাফল্যের শিরোমণি। আর সেই স্মৃতি আরও একবার উজ্জ্বল হতে চলেছে বড় পর্দায়। তবে ছক বাঁধা নিয়ম ভেঙে অন্য পদ্ধতিতে এবার রহস্যের উদঘাটন হতে চলেছে।
View this post on Instagram
আসলে স্বপন কুমারের আসল নাম ছিল সমরেন্দ্রনাথ পান্ডে। স্বপন কুমার নাম দিয়ে তিনি বহু রহস্য-রোমাঞ্চ কাহিনী লিখেছেন। যদিও পেশায় তিনি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। তাঁর লেখা ‘বাদামি হায়নার কবলে’ সিনেমায় এবার সেই গোয়েন্দার চরিত্র দীপক চ্যাটার্জী রূপে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়। একেবারে জেমস বন্ডের কায়দায়, হাতে পিস্তল নিয়ে নিজস্ব স্টাইলে রহস্যের লক্ষ্যভেদ করেন তিনি। ফেলুদা,ব্যোমকেশ,সোনাদা, মিতিন মাসি,কিরিটি রায়, একেন বাবুর পর নতুন সংযোজন দীপক চ্যাটার্জী। এবার দেখা যাক স্বপন কুমারের গোয়েন্দা নিয়ে কল্পনায় ডানা মেলে কতটা দর্শকদের মন জয় করতে পারবেন পরিচালক দেবালয়।