INDIA: আমার সাথে লড়াই করুক মমতা, ওপেন চ্যালেঞ্জ অধীরের

আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি চ্যালেঞ্জ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “বাংলায় দুটো আসন দেবে বলেছে দয়ার দরকার নেই”। মুখ্যমন্ত্রী মমতা…

INDIA: আমার সাথে লড়াই করুক মমতা, ওপেন চ্যালেঞ্জ অধীরের

আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি চ্যালেঞ্জ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “বাংলায় দুটো আসন দেবে বলেছে দয়ার দরকার নেই”। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অধীর বলেন, ” প্রথম দিন থেকেই তো বলছে দুটোর বেশি দেব না। আমরা কি দয়া চেয়েছি। আমরা প্রত্যাখ্যান করেছি।

Advertisements

অধীর চৌধুরী বলেন, ওপেন চ্যালেঞ্জ করছি। বহরমপুরে হারাবে বলছে, মালদায় হারাবে বলছে। ওপেন চ্যালেঞ্জ করছি যে কাউকে পাঠাও যদি হারাতে পারো তাহলে রাজনীতি করা ছেড়ে দেব। আপনি নিজে আসুন কত তাকত আছে দেখছি, মালদায় নিজে আসুন। বাঁচতে গেলে আপনার প্রয়োজন হবে কংগ্রেসকে, মনে রাখুন মমতা ব্যানার্জি”।

Advertisements
   

ইন্ডিয়া জোটের জট ক্রমশক পাঠিয়ে চলেছে। তার মধ্যে অধীর চৌধুরীর এহেন মন্তব্যে রীতিমতো রাজনৈতিক মহলে সাড়া ফেলেছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার বেশ কয়েকদিন ধরে অধীর চৌধুরীকে আক্রমণ করা হচ্ছে। এবং তা একমাত্র এই জোট প্রসঙ্গে সেই কারণেই অধীর চৌধুরী এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।