Andre Onana: পরপর দু’দিন দুটো ম্যাচ খেলবেন ম্যানচেস্টার ইউনাইটেডের আন্দ্রে ওনানা

আগামী ১৪ জানুয়ারি টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচ শেষে সরাসরি আফ্রিকা কাপ অব নেশনসে (AFCON) যাবেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা (Andre Onana)। Advertisements ২৭ বছর…

Andre Onana

আগামী ১৪ জানুয়ারি টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচ শেষে সরাসরি আফ্রিকা কাপ অব নেশনসে (AFCON) যাবেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা (Andre Onana)।

Advertisements

২৭ বছর বয়সী ক্যামেরুনের ফুটবলার আগামী ৯ জানুয়ারি খেলবেন উইগান অ্যাথেলেটিকের বিরুদ্ধে। এটি এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচ। এরপর রয়েছে টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ম্যাচের পরেই দেশের হয়ে খেলার জন্য বিমান ধরবেন আন্দ্রে ওনানা। ১৫ জানুয়ারি গিনির বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তার দেশের প্রতিনিধিত্ব করার জন্য উপস্থিত থাকবেন মাঠে।

   

ইউনাইটেড গত জুলাইয়ে ইন্টার মিলান থেকে ওনানাকে চুক্তিবদ্ধ করেছিল। এখন শোনা যাচ্ছে যে ক্লাব নাকি তখন ভেবেছিল তিনি জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। ফলে পুরো সময় ক্লাবের জন্য দিতে পারবেন ফুটবলার। ক্লাবের এই ভাবনা যে একেবারে ভুল সেটা ওনানার এই সিদ্ধান্ত থেকে প্রমাণিত। ম্যান ইউ এর জার্সি পরে একের পর এক ভুল করেছেন তিনি। ক্লাব সমর্থকদের হাসির পাত্রে পরিণত হয়েছেন আন্তর্জাতিক ফুটবলের অন্যতম প্রতিভাধর এই গোলরক্ষক। পরিচিত ফর্মে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করছেন ওনানা নিজেও।

Advertisements

পরপর দুই দিন দুটো ম্যাচ। দুটো ম্যাচই গুরুত্বপূর্ণ। এতো কম সময়ের মধ্যে একজন পেশাদার ফুটবলার সচরাচর পরপর দুটি ম্যাচ খেলেন না। স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে ফুটবলার নিজে যখন দেশের হয়ে খেলতে চাইছেন তখন ক্লাব আর আপত্তি করেনি। খবর অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্যামেরুন ফুটবল সংস্থা ওনানার এই দাবি মেনে নিয়েছে। তারপরেই এই টাইট শিডিউল।