ভারতীয় ফুটবলে নতুন করে আলোচনায় উঠে এসেছে আর্থিক সমস্যার কথা। ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব (I-League Clubs) হায়দরাবাদ এফসির বর্তমান পরিস্থিতি এখন বহুল আলোচিত। তুলনায় দেশের দ্বিতীয় সেরা ফুটবল টুর্নামেন্ট আই লীগ নিয়ে প্রচার কম। সেখানেও কিন্তু ফুটে উঠতে শুরু করেছে অর্থনৈতিক সমস্যা। খেলছেন কিন্তু প্রাপ্য টাকা হাতে পাচ্ছেন না বহু ফুটবলার।
আই লীগের একাধিক ক্লাবে চলছে বেতন সমস্যা। অন্তত তিনটে ক্লাবে নাম জোরালো ভাবে শোনা যাচ্ছে ফুটবল মহলে। দেশের বিভিন্ন প্রান্তের ক্লাবে রয়েছে বেতন সমস্যা। প্রাপ্য টাকা খেলোয়াড়রা কবে হাতে পাবেন সে ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
সূত্রের খবর, উত্তর পূর্ব অঞ্চলের ক্লাব আইজল, উত্তর ভারতের ক্লাব রিয়াল কাশ্মীর, নেরোকা এফসি, পশ্চিম ভারতের ক্লাব রাজস্থান ইউনাইটেডে টাকার সমস্যা চলছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, এই তিন ক্লাবের ফুটবলারদের বেতন এখনও বাকি রয়েছে। টাকা হাতে না না পেয়ে ফুটবলাররাও কিছুটা বিচলিত। পেশাদার ফুটবলে টাকা বড় ফ্যাক্টর। সেখানে টাকা না পেলে কোনো ব্যক্তির মনের অবস্থা কেমন হতে পারে সেটা আন্দাজ করা কঠিন নয়।
তবে এখনই হয়তো ক্লাবের বিরুদ্ধে যাবেন না উক্ত তিন ক্লাবের ফুটবলাররা। ক্লাব দ্রুত বকেয়া মিটিয়ে দেবে এই আশা এখনও রয়েছে। না হলে অপেক্ষা করতে হবে মরসুমের শেষ পর্যন্ত। তখনও বেতন বকেয়া থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়তো বাধ্য হবেন ফুটবলাররা।