Rohan Srijla: ‘আমি আর সৃজলা যদি আলাদা হয়ে থাকি, তাহলে সেটা একদমই আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের মধ্যে কোনও তৃতীয় ব্যক্তি নেই। আমরা দু’জন দু’জনকে সম্মান করি, আর তার যথেষ্ট কারণ আছে। প্লিজ এই আলাদা হওয়ার কারণ হিসাবে তৃতীয় কারুর নাম জড়াবেন না। কারণ আমাদের নিজেদের অনেকদিনের অনেকরকম প্রবলেমের কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সময়টা আমাদের দুজনের জন্য খুব কঠিন। আশা করি সেটা বুঝে আমাদের তেমনভাবেই স্পেস দেওয়া হবে’। মন ফাগুন অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে বিচ্ছেদের পর নিজের ইনস্টাগ্রামে এমনই লিখেছিলেন তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের অভিনেতা রোহন ভট্টাচার্য।
অনেকদিন হল দুজনের বিচ্ছেদ হয়েছে। এতদিন আবারও বোধ হয় অতীতকে মনে পড়ছে নায়কের। এদিন বছর ঘুরতে না ঘুরতেই রোহনের ইন্সটা পোস্ট ঘিরে বেড়েছে চাঞ্চল্য। যেখানে লেখা রয়েছে, ‘আমার ভালোবাসার ১০৮’। আমরা সবাই জানি, ১০৮ কথাটি মূলত কোনও কিছু নষ্ট হয়ে যাওয়া বা বিনষ্ট হওয়া বোঝাতে অপশব্দ হিসাবে ব্যবহার করা হয়। অভিনেতার এমন লেখা দেখেই জল্পনা বাড়ছে। অনেকেই বলছেন, অভিনেতা শন ব্যানার্জির কারণে বিচ্ছেদ হয়েছিল রোহনের সঙ্গিনী সৃজলার। সে কথাই মনে পড়ায় এমনটা করলেন হিরো।
আসলে রোহন তাঁর নতুন পোস্টে ‘আমার ভালোবাসার ১০৮’ কথাটি কিন্তু একেবারেই নিজের হাতে লেখেননি। আসলে দক্ষিণ কলকাতার রুবির মোড়ে ‘আমার ভালবাসার ওয়ার্ড ১০৮’ লেখা রয়েছে। সেই ছবিটিই একটু এডিট করেছেন রোহন। ওয়ার্ড কথাটা মুছে দেওয়ায় বিষয়টা দাঁড়িয়েছে ‘আমার ভালবাসার ১০৮’-এ। যতদূর সম্ভব খানিকটা মশকরা করার জন্যই মিম আকারে এভাবে এটি পোস্ট করেছেন রোহন। অন্য কিছু নয়। কারণ, এইমুহূর্তে নিজেদের কেরিয়ারে মন দিয়েছেন রোহন সৃজলা। রাহুল মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজে কাজ করছেন সৃজলা। আর রোহন তো ‘তুমি আশেপাশে থাকলে’ সিরিয়ালে জমিয়ে অভিনয় করছেন।
View this post on Instagram