Calcutta League Upset: গত কয়েকমাস আগেই প্রিমিয়ার ডিভিশন লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব। এবছর বাকি দুই প্রধানের পাশাপাশি ময়দানের একাধিক তাবড় তাবড় দলকে টেক্কা দিয়ে টানা তিনবার কলকাতা লিগ ঘরে তুলেছে মহামেডান। যা নিয়ে খুশি দলের সমর্থকরা। তবে প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচ বাকি ছিল অনেক গুলি।
যাদের মধ্যে ভবানীপুর থেকে শুরু করে, ইউনাইটেড স্পোর্টস ক্লাব হোক কিংবা মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলের ম্যাচ। তবে খেতাব জয় নিশ্চিত হয়ে যাওয়ার দরুণ পরবর্তীতে দল নামাতে কার্যত আগ্ৰহ হারায় দল গুলি।এক্ষেত্রে ময়দানের আরেক প্রধান তথা ইস্টবেঙ্গল দল বেশকিছু ফুটবল ম্যাচ খেললেও মোহনবাগানের তরফ থেকে দল নামাতে কার্যত অস্বীকার করা হয়।
যার মধ্যে অন্যতম দুই ফুটবল ম্যাচ ছিল ভবানীপুর ও ইমামি ইস্টবেঙ্গল দলের বিপক্ষে। গত ৩০ নভেম্বর নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস দলের। তবে গত কয়েকদিন ধরেই এই ম্যাচ খেলা নিয়ে সরগরম হয়ে উঠেছিল কলকাতা ময়দান।
আসলে ইমামি ইস্টবেঙ্গল দলের তরফ থেকে এই ম্যাচ খেলা নিয়ে কোনো আপত্তি না থাকলেও বাধ সাথে পড়শি ক্লাব। তাদের তরফ থেকে জানানো হয়েছিল যে আইএসএলের ম্যাচে হায়দরাবাদ দলের বিপক্ষে খেলতে হবে তাদের। সেই ম্যাচের প্রেস কনফারেন্স রয়েছে তাদের। সেজন্য, ম্যাচের দিন বদলের দাবি করা হয়েছিল তাদের তরফ থেকে। কিন্তু তা মানতে নারাজ ছিল বঙ্গীয় ফুটবল ফেডারেশন। অনির্বাণ দত্ত পরিষ্কারভাবে জানিয়ে দেন যে আর বদল করা যাবে না ম্যাচের দিন।
সেইমতো ম্যাচে আয়োজন ও করা হয়েছিল সেদিন। কিন্তু সেদিন ইস্টবেঙ্গল দল মাঠে থাকলেও খুঁজে পাওয়া যায়নি মোহনবাগান দলকে। যা নিয়ে সরগরম হয়ে উঠেছিল কলকাতা ময়দান। পরবর্তীতে ম্যাচ রেফারির তরফ থেকে ম্যাচ বাতিলের নির্দেশ দেওয়া হয়। যারফলে, স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছিল যে ছি ম্যাচ হয়ত অনুষ্ঠিত হবে আবার। কিন্তু না। অবশেষে আজ এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল ফুটবল সংস্থা। সেই অনুপাতে এই লিগের ম্যাচে তিন পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। অন্যদিকে, মাঠে দল না নামানোর জন্য পয়েন্ট কাটা যায় মোহনবাগানের। যদিও বর্তমানে তা গুরুত্ব দিতে নারাজ সবুজ-মেরুন শিবির।