Dev On Animal Movie: হিংস্র পৌরুষের সিনেমা অ্যানিম্যাল। রাজনৈতিক মহল থেকে শুরু করে রিল মহলে সবেতেই এখনও বর্তমান অ্যানিম্যাল তরজা। কেউ বলছেন সমাজিকতায় আঘাত হেনেছে অ্যানিম্যাল। আবার কারও মতে, এই ধরনের সিনেমাকে ছাড়পত্র দেওয়াই উচিত হয়নি। এদিকে অ্যানিম্যাল কিন্তু এখনও বক্স অফিসে সালার আর ডাঙ্কির মতো সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে। বিশ্বজুড়ে কামিয়েছে ৮৭৪ কোটি। আর ভারতে ৫৩৮ কোটি। এদিকে অ্যানিম্যাল, সালার আর ডাঙ্কির চাপে দেবের প্রধানের হাল বেহাল।
স্টোরিলাইন, চিত্রনাট্য ব্যাপক হলেও হলে ব্যাপক শো-র তালিকাটা হাঁকাতে পারেনি দেবের প্রধান। আশা যতটা করা হয়েছিল। তার থেকে অনেকটাই কমে ব্যবসা দিচ্ছে বাংলার এই ছবি। এই বিষয়েই এদিন মুখ খুললেন অভিনেতা দেব। অ্যানিম্যাল নিয়ে প্রশ্নের উত্তরে দেব জানালেন, বক্স অফিসে অ্যানিম্যাল ব্যবসা দিচ্ছে। এটাই স্বাভাবিক। সিনেমা তো আর চ্যারিটি করার জায়গা নয়। সব সময় সামাজিক বার্তা দিয়েও কি কোনো লাভ হয়। দেবের চোখে অ্যানিম্যাল খুব ভালো না হলেও তিনি এই হিট ছবির কাজ নিয়ে প্রতিবাদ করতে চান না (Dev On Animal Movie)।
দেবের কথা পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা অনেক পরিশ্রম করে ভালোবেসে নিজের বিশ্বাসের জায়গা থেকে এই সিনেমাটি বানিয়েছেন। দর্শকও আগ্রহের সঙ্গে দেখছেন। এর থেকে আর বেশি কিছু চাওয়ার প্রয়োজন আছে বলে দেব অন্তত মনে করেন না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। দেব কিন্তু আগেও বলেছিলেন, বাংলার দর্শক আর বাংলা ছবির দর্শকের মধ্যে একটা বড়সড় পার্থক্য আছে। তাঁরা অ্যানিম্যাল, জওয়ানের ধুন্ধুমারে আগ্রহী হলেও বাংলা ছবির নমনীয়তাই বেশি পছন্দ করেন।