টোকিও অলিম্পিকের প্রতিযোগী সিমরনজিৎ কৌর মঙ্গলবার ৬০ কেজি ওজন বিভাগে মনীষা মৌনকে অল্প ব্যবধানে হারিয়ে জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের (National Boxing Tournament) ফাইনালে উঠেছেন। ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ী ২৮ বছর বয়সী পাঞ্জাবের সিমরনজিৎ সেমিফাইনালে হরিয়ানার মনীষাকে ৪-৩ ব্যবধানে পরাজিত করেন।
ফাইনালে তিনি কমনওয়েলথ গেমসের ব্রোঞ্জ পদকজয়ী জেসমিন ল্যাম্বোরিয়ার মুখোমুখি হবেন। আর্মির হয়ে খেলা জেসমিন তার দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখে হিমাচল প্রদেশের মানেকা দেবীকে ৫-০ ব্যবধানে পরাজিত করেন। বিশ্ব চ্যাম্পিয়ন সাভিতি বুরা (৮১ কেজি) এবং দু’বারের এশিয়ান চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদকজয়ী পূজা রানী (৭৫ কেজি) সেমিফাইনালে জিতে নিজ নিজ অবস্থান শীর্ষস্থান ধরে রেখেছেন।
৬৬ কেজি ওজনের ফাইনালে মুখোমুখি হবেন অসমের আকুনশিতা বড়ো ও সেনাবাহিনীর অরুন্ধতী চৌধুরি। অঙ্কুশিতা হিমাচল প্রদেশের দীপিকাকে এবং অরুন্ধতী নাগাল্যান্ডের সঞ্জুকে ৫-০ ব্যবধানে পরাজিত করেন।
Watch the finals live 👀🔥
Link: https://t.co/AZJho9pTtl https://t.co/VXtBosuGsB
— Boxing Federation (@BFI_official) December 27, 2023
বিশ্ব চ্যাম্পিয়নশিপের রৌপ্য পদকজয়ী মঞ্জু রানী ৪৮ কেজি সেমিফাইনালে মীনাক্ষীর কাছে পরাজিত হন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের রৌপ্য পদকজয়ী সোনিয়া লাথের অবশ্য ৫৭ কেজি সেমিফাইনালে পাঞ্জাবের মনদীপ কৌরকে পরাজিত করতে সক্ষম হয়েছেন।