Boxing Day Battle: ডারউইন নুনেজের গোলে বার্নলিকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের (EPL) শীর্ষে উঠে এসেছে লিভারপুল। আর রাসমাস হোজলুন্ডের গোলে মঙ্গলবার অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইয়ুর্গেন ক্লপের নেতৃত্বাধীন লিভারপুল টার্ফ মুরে নুনেজের গোলে শুরুতেই লিড নেয় এবং অনেক সুযোগ নষ্ট করেও সেই লিড তারা ধরে রাখে। ১ নভেম্বর লিগ কাপে বোর্নমাউথের বিপক্ষে গোল করার পর চলতি মরসুমে নুনেজের অষ্টম গোলটি ছিল ১২ ম্যাচে তার প্রথম। ইনজুরির এক মাস পর মাঠে ফিরে এসেছেন দিওগো জোতা। এদিনের ম্যাচে জয়ের পর দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আছে লিভারপুলকে।
বৃহস্পতিবার ওয়েস্ট হামের বিপক্ষে ঘরের মাঠে জিতলে শীর্ষে থাকতে পারে আর্সেনাল। লিভারপুলের পোল পজিশনে থাকা প্রসঙ্গে ক্লপ বলেন, ‘এটা চমৎকার। আমাদের খেলা নিখুঁত ছিল না, কিন্তু আমাদের যেখানে থাকার সেখানেই আছি।’
Ending 2023 with three hard-earned points on the road 🙌
#BURLIV pic.twitter.com/WRrOD0AB6s— Liverpool FC (@LFC) December 26, 2023
অন্য দিকে রাসমাস হোজলুন্ডের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে জন ম্যাকগিন ও লিয়েন্ডার ডেন্ডনকারের গোলে ভিলা শুরুতেই এগিয়ে গিয়েছিল। এরিক টেন হ্যাগের দল বিরতিতে ০-২ গোলে পিছিয়ে থাকলেও আলেহান্দ্রো গার্নাচো মাঠে ফিরেই তাদের প্রথম গোলটি করেন।
BIG THREE POINTS! ➕3️⃣#MUFC || #MUNAVL
— Manchester United (@ManUtd) December 26, 2023
গার্নাচো আবারও গোল করে ইউনাইটেডের হয়ে সমতা ফেরান এবং শেষ পর্যন্ত হোজলুন্ড তার ১৫ তম ম্যাচে তার প্রথম প্রিমিয়ার লিগ গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। হোজলুন্ডের গোলে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের চার ম্যাচের জয়হীন যাত্রার অবসান ঘটে। তারা প্রিমিয়ার লিগের ষষ্ঠ স্থানে উঠে এসেছে।