Amitabh Bachchan: একরাতেই বদলে গিয়েছিল জীবন, বাধ্য হয়ে জয়াকে বিয়ে করেছিলেন অমিতাভ?

Amitabh Bachchan: সেইসময়কার যুগে হিন্দি সিনেমা ইতিহাসের সেরা অভিনেত্রী ছিলেন জয়া বচ্চন। ১৯৬৩ সালে সত্যজিৎ রায়ের ছবি মহানগর দিয়ে জয়া ভাদুরীর কর্মজীবন শুরু হয়। একাধারে…

Amitabh-Bachchan-Jaya

Amitabh Bachchan: সেইসময়কার যুগে হিন্দি সিনেমা ইতিহাসের সেরা অভিনেত্রী ছিলেন জয়া বচ্চন। ১৯৬৩ সালে সত্যজিৎ রায়ের ছবি মহানগর দিয়ে জয়া ভাদুরীর কর্মজীবন শুরু হয়। একাধারে 9টি ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছেন বর্ষীয়ান এই নায়িকা। এরপর ১৯৭৩ সালের ৩ জুন অমিতাভ বচ্চনকে বিয়ে করেন অভিনেত্রী জয়া। আর এখানেই লুকিয়ে জয়া-অমিতাভের আসল প্রেমের গল্প। শোনা যায়, এক শর্তের কারণেই জয়াকে বিয়ে করেছিলেন অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)।

Advertisements

অমিতাভ বচ্চন এবং জয়ার দেখা হয়েছিল গুড্ডি ছবির সেটে। সেখানে দুজনে একসঙ্গে কাজ করেছিলেন। রিল লাইফের মতো রিয়েল লাইফেও এই ছবির শুটিংয়ের সময় থেকেই দুজন দুজনের প্রেমে পড়েন। এরপর বাওয়ার্চি ছবির সেটে, যেখানে জয়া ভাদুড়ি এবং রাজেশ খান্না একসঙ্গে জুটি বেঁধে কাজ করছিলেন। সেখানেও নাকি অমিতাভ বচ্চন নিয়মিত জয়ার সঙ্গে দেখা করতে আসতেন। এইভাবেই চলতে থাকে দুজনের প্রেমালাপ। কিন্তু গণ্ডগোল বাঁধে অন্য জায়গায়।

Advertisements
   

হঠাৎ করেই জয়াকে বিয়ে করতে হয় অমিতাভকে। অমিতাভ (Amitabh Bachchan) জানিয়েছিলেন, ‘জাঞ্জির’ ছবির সাফল্যের পর লন্ডনে যাওয়ার জন্য জয়াকে বিয়ে করতে হয়েছিল বিগ বিকে। আসলে ওই লন্ডন ট্যুরে জয়াও যাচ্ছিলেন অমিতাভের সঙ্গে। আর সেখানেই বাবা হরিবংশ রাই শর্ত রাখেন যে জয়াকে যদি লন্ডন নিয়ে যেতেই হয় তাহলে বিয়ে করে নিয়ে যেতে হবে। এই কারণেই লন্ডনে যাওয়ার আগে ১৯৭৩ সালের ৩ জুন এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাতারাতি বিয়ে করেন জয়া অমিতাভ। এবং একই দিনে দুজনেই মধুচন্দ্রিমায় লন্ডন পাড়ি দেন।