মামা হালুম করে গোঁফ মোচড়াচ্ছে। কখনও আরাম করে লেজ ঝুলিয়ে শুয়ে আছে। ভাগ্নেরা হই হই করলেও ডোন্ট কেয়ার। উত্তর প্রদেশের পিলিভিটে চলছে বাঘের নাচন।
উত্তরপ্রদেশের পিলিভিটের অভয়ারণ্য থেকে বেরিয়ে স্থানীয় আটকোনা গ্রামে প্রবেশ করে একটি বাঘ। গ্রামের গুরুদোয়ারার প্রাচীরে উঠে শুয়ে পড়ে বাঘটি। স্থানীয়রা সাত সকালে বাঘ দেখে চমকে যান। তবে বাঘটি কাউকে তেড়ে আসেনি। মনের আনন্দে সেই বাঘ শীতের রোদেলা সকালে আরাম করে শুয়ে পড়ে। প্রাচীরে হাঁটতে থাকে।
গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে বন বিভাগকে সব অবহিত করেন। বনকর্মীরা এসে বাঘ ধরার জাল ব্যবহার করেন। দেয়ালে বাঘের নাচন কোঁদনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। বিশ্ব জুড়ে পড়েছে শোরগোল।
আটকোনা গ্রামে বাঘের খবর অন্যান্য এলাকায় পৌঁছলে বিপুল সংখ্যক মানুষ তা দেখতে আসেন, পুরো গ্রামে ভিড় লেগে যায়। প্রায় ৮ ঘণ্ট দেওয়ালে পড়ে ছিল বাঘ।
উত্তরপ্রদেশের পিলিভিট জেলায় 800 কিলোমিটারের এর বেশি বন রয়েছে। এই জেলার মোট এলাকার প্রায় 23% বনাঞ্চল। পিলিভিটের বনে পাঁচ প্রজাতির হরিণ সহ কমপক্ষে 65টি বাঘ আছে। একটি নির্দিষ্ট সময়ে বাঘের সংখ্যা দ্বিগুণ করার জন্য বাঘ সংরক্ষণাগারটি প্রথম আন্তর্জাতিক পুরস্কার TX2 পেয়েছে।