আবার জয়। এবার নেরোকা বধ মহামেডানের (Mohammedan SC)। পূর্ব নির্ধারিত সূচী অনুসারে আজ আইলিগের (I-League) ম্যাচে নেরোকা এফসির মুখোমুখি হয়েছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল সাদা-কালো শিবির। আজ, রবিবার মহামেডান দলের জার্সিতে গোল করেন যথাক্রমে ডেভিড লালাসাংগা ও লালরেমসাঙ্গা। অন্যদিকে, নেরোকা দলের হয়ে একটি মাত্র গোল করেন সিম্বো। আজকের এই জয়ের ফলে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল ব্ল্যাক প্যান্থারর্স। যা নিয়ে খুশি দলের সমর্থকরা।
আরও পড়ুন: Mohun Bagan Secretary: নাম না-করে পড়শিদের নিয়ে কী বললেন দেবাশিস দত্ত?
উল্লেখ্য, এবারের এই ফুটবল মরশুমের শুরু থেকেই ব্যাপক ছন্দে রয়েছে চেরনিশভের ছেলেরা। ডুরান্ডে আহামরি পারফরম্যান্স না হলেও পরবর্তীকালে প্রিমিয়ার ডিভিশন লিগ থেকে নিজেদের পুরোনো ছন্দ বজায় রাখতে থাকে রেড রোডের এই ফুটবল ক্লাব। আইজল থেকে শুরু করে পরবর্তী চার্চিল, রাজস্থান হোক কিংবা বারাণসীর ইন্টারকাশি। ম্যাচ শেষে শেষ হাসি হেসেছে মহামেডান। এক কথায় যা নজীরবিহীন পারফরম্যান্স। সেই ধারা বজায় থাকল আজ। আসলে জয় পাওয়া যে রোজকার অভ্যাসে পরিনত হয়ে গিয়েছে ডেভিডদের। যার ফলে আজও বজায় থাকল সেই জয়ের ধারা। যারফলে লিগ জয়ের অনেকটাই কাছে পৌঁছে গেল মহামেডান।
Closing the first-leg with a 𝗪 – here's to the victories that await! 🤩#JaanJaanMohammedan 💪🏼#BlackAndWhiteBrigade 🤍🖤 #ILeague 🏆 #IndianFootball ⚽ #MDSPNFC pic.twitter.com/MjqEjBLDtZ
— Mohammedan SC (@MohammedanSC) December 24, 2023
আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমনাত্মক থেকেছে মহামেডান। যার দরুণ ম্যাচের ঠিক ১৯ মিনিটের মাথায় আসে প্রথম গোল। ফলাফল গিয়ে দাঁড়ায় ১-০ গোল। তারপর ৩০ মিনিটের মাথায় আসে দ্বিতীয় গোল। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে থাকে সাদা-কালো শিবির। তবে দ্বিতীয়ার্ধে নেরোকা ব্যবধান কমালে ও ম্যাচে ফেরা সম্ভব হয়নি তাদের পক্ষে।