East Bengal: শনিতে ঘরের মাঠে জাতীয় মহিলা লিগে নামছে ইস্টবেঙ্গল

গত মরশুমের মতো এবারের এই ফুটবল মরশুমে ও দারুণ ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। কন্যাশ্রী কাপের পর ওমেনস লিগে ও দূরন্ত ছন্দে ময়দানের এই…

East Bengal to Debut in Indian Women's League

গত মরশুমের মতো এবারের এই ফুটবল মরশুমে ও দারুণ ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। কন্যাশ্রী কাপের পর ওমেনস লিগে ও দূরন্ত ছন্দে ময়দানের এই প্রধান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে এবার কালীঘাট স্পোর্টস লাভার্সের ফুটবল দলকে প্রায় এগারো গোলে পরাজিত করেছিল মশাল ব্রিগেড। তারপর দ্বিতীয় ম্যাচে পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশের মুখোমুখি হয়েছিল তুলসীরা।

নির্ধারিত সময়ের শেষে ৭ গোলে সেই ম্যাচ জিতে নেয় ময়দানের এই প্রধান। পরবর্তীতে নিজেদের ঘরের মাঠে নিউ আলিপুর সুরুচি সংঘের বিপক্ষে প্রথম লেগে গোলশূন্যভাবে ড্র করলেও পরবর্তীতে অর্থাৎ দ্বিতীয় লেগে জয়ের সরনীতে ফেরে ময়দানের এই প্রধান। তবে শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হতে হলেও এবার ছন্দে ফিরতে মরিয়া সকলে।

এসবের মাঝেই আগামীকাল জাতীয় মহিলা লিগের (Indian Women’s League) ম্যাচে মাদুরাইয়ের অন্যতম শক্তিশালী দল সেতু এফসির মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যেটি আয়োজিত হবে লাল-হলুদের ঘরের মাঠে। হ্যাঁ ঠিকই শুনছেন। এই প্রথমবারের মতো ওমেনস লিগের ম্যাচ পেতে চলেছে ইস্টবেঙ্গল। আগামীকাল দুপুর দুটো থেকে মুখোমুখি হবে দুই দল। যা নিঃসন্দেহে ইতিহাস। এই মুহূর্তের সাক্ষী থাকতেই মরিয়া দলের সমর্থকরা। তার আগে আজ এই ম্যাচ নিয়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকেন লাল-হলুদ কোচ দীপঙ্কর বিশ্বাস ও খেলোয়াড় সুলঞ্জনা রাউল।

Advertisements

অন্যদিকে, সেতু এফসির তরফ থেকে আসেন কোচ কানন প্রিয় লঙ্কার। ও ফুটবলার মিশা ভান্ডারী। কালকের ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য তাদের।