Titiksha Das: একেবারে ভোলবদল! চেনা ছক ভেঙে অন্য রূপে মেঘ। সম্প্রতি বাংলা টেলিভিশনের দৌলতে প্রত্যেক বাড়ির কাছের সদস্য হয়ে উঠেছেন মেঘ ওরফে তিতিক্ষা দাস। অভিনেত্রী ‘ইচ্ছে পুতুলে’র মেঘ চরিত্রের মাধ্যমে পৌঁছে গিয়েছেন বাঙালির মনের মনিকোঠায়। ধারাবাহিকের গল্প অনুযায়ী মেঘ সব সময় পড়াশোনা কিংবা গানের জগতে বিরাজ করলেও বাস্তব জীবনে তিতিক্ষা একেবারেই আলাদা। তিনি মেতে থাকেন সোশ্যাল মিডিয়ার মধ্যেই।
সামাজিক মাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখা যায় তিতিক্ষার বেশ কিছু ছবি এবং ভিডিও। অভিনেত্রীর ইনস্টাগ্রামে ধরা পড়ে সামাজিক মাধ্যমের প্রতি তাঁর আসক্ততা। সম্প্রতি সামাজিক মাধ্যমের পাতায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন তিতিক্ষা। যেখানে তাঁর পরনে রয়েছে লাল শাড়ি ও লাল ব্লাউজ। মাঝে সিথি করে খোলা চুলে ক্যামেরাবন্দি হয়েছেন Titiksha Das। গলায় এবং হাতে রয়েছে রুপালি রংয়ের গয়না।
View this post on Instagram
ধারাবাহিকের গল্প অনুযায়ী বর্তমানে মেঘ এখন মৃত্যু শয্যায়। দিদি ময়ূরী ও রূপের প্ল্যান মতো রিসোর্টে গিয়ে জিষ্ণুর সঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় ধরা পড়েছেন মেঘ (Titiksha Das)। জঘন্য ষড়যন্ত্রের শিকার হয়ে রাতারাতি শেষ হয়ে গিয়েছে মেঘের গানের জগতের খ্যাতি। বারংবার অপমানিত হতে হয়েছে কাছের মানুষগুলোকেও। এই দৃশ্য চোখের সামনে সহ্য করতে পারেননি তিনি। বেছে নিয়েছেন আত্মহননের মতো পথ।
মা ঘুমিয়ে পড়লে ওষুধের বাক্স থেকে প্রথমে ঘুমের ওষুধ খান মেঘ এবং পরে বাথরুমে গিয়ে নিজের হাতের শিরাটুকুও কেটে ফেলেন তিনি। সমস্ত আশা ছেড়ে দিয়ে ডাক্তাররা, ভরসা রাখতে বলেছেন ওপরওয়ালার ওপর। তবে সুস্থ হলেও কি মেঘ ফিরতে পারবে স্বাভাবিক জীবনে? নাকি জঘন্য অতীতের কালিমালিপ্ত ঘটনা তাড়া করে নিয়ে যাবে! আদৌ কি শাস্তি হবে রূপ এবং ময়ূরীর? তা জানতে হলে অবশ্যই দেখতে হবে ইচ্ছে পুতুলের আগামী পর্বগুলি।