হু হু করে ঢুকছে উত্তরে হাওয়া। টানা নয় দিন নিম্নমুখী গোটা বাংলার পারা। শীতপ্রেমী বঙ্গবাসীর মুখে চওড়া হাসি। চেটেপুটে উপভোগ করছে এই ডিসেম্বর। আরও বেশ কিছুদিন এভাবেই শীত চলবে বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আর শনিবার সকালে আরও নেমেছে কলকাতাও পারদ (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার মরশুমের শীতলতম দিন।
আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্র ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দিনে ৯৪ শতাংশ এবং রাতে ৪৭ শতাংশ। মঙ্গলবার বুধবার পর্যন্ত চলবে শীতের ঝোড়ো ব্যাটিং, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার মূলত পরিষ্কার আকাশ থাকবে।
আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে তাপমাত্রা আরও নামতে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে থাকার সম্ভাবনা।
পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন শীতের দাপট বজায় থাকবে। পারাপতন অব্যাহত থাকবে বীরভূম, পুরুলিয়ার মতো জেলাগুলিতে। দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও বড়সড় পারাপতন দেখা যাবে রাতে। অন্যদিকে জাঁকিয়ে শীত উত্তরেও। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। কুয়াশার বেশি সম্ভাবনা পার্বত্য জেলা ও কোচবিহারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।