এবারের আইএসএলে খুব একটা ছন্দে নেই ইস্টবেঙ্গল (East Bengal )। প্রথম ম্যাচে একাধিক সহজ সুযোগ হারানোর দরুণ জামশেদপুর এফসির বিপক্ষে ড্র করতে হয়েছিল তাদের। তারপর দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ এফসির বিপক্ষে জয় এলে ও পরবর্তীতছ বজায় থাকেনি সেই জয়ের ধারা। সময় এগোনোর সাথে হারের হ্যাট্রিক করেছিল দল। যা নিয়ে প্রবল হতাশ দলের সমর্থকরা।
আসলে বছর বছর একই ছবি দেখতে দেখতে অধৈর্য হয়ে উঠেছে সকলে। তারপর পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে জয় আসলে ও পরের ম্যাচে ফের হোঁচট। পাঞ্জাব এফসির ম্যাচে গোলের সুযোগ আসলেও তা কাজে লাগাতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। তারপর এবার পেট্র ক্র্যাটকির দলের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।
পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ বিকেলে মুম্বাই সিটি এফসির ঘরের মাঠে রাহুল ভেকেদের দলের মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। বর্তমানে এই ম্যাচের দিকেই তাকিয়ে সকলে। একদিকে এই ম্যাচ জিতলে যেমন বাড়তি অক্সিজেন পাবে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। অন্যদিকে, ঠিক তেমনভাবেই জয় পেলে পয়েন্ট টেবিলের অনেকটাই উন্নত স্থান পাবে গতবারের লিগশিল্ড জয়ীরা। তবে মুম্বাই এরিনায় এই ম্যাচ যে খুব একটা সহজ হবেনা তা বলার অপেক্ষা রাখেনা। তবুও বহু আশা নিয়ে টিভির পর্দায় চোখ রাখবেন লাল-হলুদ সমর্থকরা। গত ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হলেও এই ম্যাচের থেকে তিন পয়েন্ট নিতে বদ্ধপরিকর লাল-হলুদ কোচ।
A warm reception in Mumbai! ❤️💛
Thank you, #AmagoFans! 🫂 (2/2)#MCFCEBFC #JoyEastBengal #EastBengalFC #ISL10 pic.twitter.com/ZFyXdWONLH
— East Bengal FC (@eastbengal_fc) December 15, 2023
গতকাল রাত নটার কাছাকাছি মুম্বইয়ের একটি হোটেলে এসে পৌঁছয় লাল-হলুদ ফুটবল দল। তাদের সঙ্গেই হোটেলে আসেন বেশকিছু লাল-হলুদ সমর্থক। হুম। তারপর খেলোয়াড়রা হোটেলে আসতেই আকর্ষনীয় উপহার তাদের হাতে তুলে দিতে থাকেন দলের সমর্থকরা। তবে শুধু দলের ফুটবলাররাই নয় লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতকে ও দেওয়া হল এই উপহার। যা নিয়ে খুশি সকলেই। পরবর্তীতে তা স্বীকার ও করেন দলের হেডস্যার। এবার এই ম্যাচ জিতেই লিগে ছন্দে ফিরতে চাইছে ইস্টবেঙ্গল ফুটবল দল।