কলকাতায় আসছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বড় বার্তা দিয়েছেন ইন্ডিয়ান সুপার লীগ খেতাব জয়ী কোচ। বরফ ঢাকা প্রান্তরের সামনে সামনে দাঁড়িয়ে হাসি মুখে নিজের ছবি সহ বার্তা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: Mumbai City FC: মুম্বই সিটির দায়িত্ব পেয়েই চ্যালেঞ্জ নিলেন নয়া কোচ ক্র্যাটকি
ইনস্টাগ্রামের পোস্ট অ্যান্টোনিও লোপেজ হাবাস বলেছেন, “খুব তাড়াতাড়ি। কলকাতায় টেকনিক্যাল স্টাফ ও ক্লাবকে সাহায্য করার জন্য খুব তাড়াতাড়ি কলকাতায় আসছি। আবার সবার সেরা হওয়ার মতো জায়গায় রয়েছি আমরা।”
View this post on Instagram
মরসুমের শুরুতে মোহন বাগান সুপার জায়ান্টের সঙ্গে যুক্ত হয়েছিলেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। তবে কোচ বা কোচের সহকারী ভূমিকায় তাকে যুক্ত করেনি সবুজ মেরুন ম্যানেজমেন্ট। মূলত পর্দার পিছনে থেকে পরিচালনার কাজের ভার দেওয়া হয়েছিল ফুটবল মাঠের অভিজ্ঞ স্প্যানিশকে। অনেকে মনে করছেন এবার ক্লাবে নতুন দায়িত্ব পেতে পারেন লোপেজ হাবাজ। ময়দানে কানাঘুষো, মোহন বাগান সুপার জায়ান্টের যুব দলের দায়িত্ব দেওয়া হতে পারে বর্ষীয়ান কোচের কাঁধে। যদিও ক্লাবের পক্ষ থেকে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানানো হয়নি এখনও। তবে কলকাতায় আসার আগে হাবাসকে যে বেশ উত্তেজিত সেটা তার দেওয়া বার্তা থেকে স্পষ্ট।