গতকাল নিজেদের ঘরের মাঠে আইএসএলের ম্যাচে কোনোরকমে মান বাঁচিয়েছে মোহনবাগান। প্রথমার্ধে সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে থাকতে হলেও পরবর্তীকালে অর্থাৎ ম্যাচের দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন বাগানের নয়নের মনি হয়ে উঠেছেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। একটা সময় তার তরফ থেকে সেভাবে গোলের দেখা না মিললেও গতকাল নিজের জাত চিনিয়েছেন তিনি। যারফলে, এখনো পর্যন্ত এই ফুটবল লিগে অপরাজিত রয়েছে বাগান ব্রিগেড। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে সকলের চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের চোট। গতকাল ম্যাচ শুরুর আগে মরোক্কান তারকা হুগো বুমোসের নাম টিমের প্রথম একাদশে থাকলেও শেষ মুহূর্তে অনুশীলনে চোট আসে তার পায়ে। যার দরুণ আর মাঠে নামা সম্ভব হয়নি বুমোসের পক্ষে। বদলে দলে আনা হয় অজি তারকা জেসন কামিন্সকে।
আরও পড়ুন: Juan Ferrando: ম্যাচের আগে অজুহাত দিয়ে রাখলেন বাগান কোচ!
এছাড়াও ম্যাচ চলাকালীন চোট এসেছে দলের আর দুই দাপুটে ফুটবলারদের মধ্যে। যাদের মধ্যে রয়েছেন ভারতীয় তারকা অনিরুদ্ধ থাপা ও সাহাল আব্দুল সামাদ। সেইসাথে আজ মনবীর থাকলেও এখনো যে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তিনি তা বলা সম্ভব নয়। এছাড়াও চোটের সমস্যা থেকে গিয়েছে অজি তারকা দিমিত্রি পেট্রাতোসের। এখনো সম্পূর্ণ সুস্থ নন বাগানের এই ভরসাযোগ্য ফুটবলার। তবে এই ম্যাচের পর সকলের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে রেফারির লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত। আসলে গতকাল ম্যাচের পরেই করমর্দন করার সময় যথেষ্ট উগ্র ভাবে কোনো বিষয় নিয়ে রেফারির কাছে অভিযোগ জানাতে দেখা যায় বাগান কোচ হুয়ান ফেরেন্দোকে। সেখান থেকেই যেন উষ্ণ হতে থাকে পরিস্থিতি।
আরও পড়ুন: Pro Kabaddi League: সচিনের আক্রমণে হিমশিম খেল জলদস্যুরা
পরবর্তীতে সেখানে চলে আসেন ওডিশা দলের দুই তারকা ফুটবলার তথা দিয়াগো মরিসিও এবং ফিজি তারকা রয়কৃষ্ণা। একটা সময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে হাতাহাতির পরিস্থিতি ও দেখা যায়। যারফলে, স্বাভাবিকভাবেই লাল কার্ডের কোপে পড়তে হয় দুই দলকে। লাল কার্ড দেখেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। অপরদিকে, ওডিশা দলের তরফে কার্ড দেখতে হয় দিয়াগো মরিসিওকে। যা নিয়ে এখন দেখা দিয়েছে চরম বিতর্ক। আসলে গতকাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাবে দেখা দিয়েছে দুই দলকে। সেই কারণে কার্ড দেখতে হয়েছে বহু ফুটবলারকে। তবে শেষ পর্যন্ত রয়কৃষ্ণাকে বাদ দিয়ে কেন মরিসিওকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি, সেই নিয়ে উঠছে বহু প্রশ্ন।