Latest weather update in Bengal
নিউজ ডেস্ক, কলকাতা: এসেছে আমফান, ধাক্কা দিয়েছে ইয়াস। মাঝে হালকা বৃষ্টি দিয়েছে গুলাব। এবার পালা জাওয়াধের। যা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। ঘূর্ণাবর্ত থেকে যা ক্রমে রূপান্তরিত হবে ঝড়ে এবং এগিয়ে আসবে ওডিশা, অন্ধ্র উপকূলের দিকে। সম্ভাবনা কম, তবে বাংলাকেও হালকা ছুঁতে পারে। সম্ভাবনা বেশি বৃষ্টির।
রাজ্যে টানা তিনদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হালকা বৃষ্টি শুরু হবে শুক্রবার থেকে। শনিবার বেশি বৃষ্টি হবে। রবিবার অতি ভারী বৃষ্টি হবে বেশিরভাগ জেলাতেই। উত্তরবঙ্গের মালদহতেও পড়বে প্রভাব। পাশাপাশি, কয়েকটি জেলায় ঝড়ো হাওয়া বইবে। জনবসতি অঞ্চলে ৩০ থেকে ৫০, সমুদ্রে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। ৮০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।
চার তারিখ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগণা জেলা এবং ঝাড়গ্রাম, হাওড়ায়। ৫ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে, দুই ২৪ পরগণা জেলা, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতায় ৭০ থেকে ২০০মিলিমিটার বৃষ্টি হতে পারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে হুগলী, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, মালদহে।