বিশ্বকাপে দেশের ভরাডুবি ফলাফলে তেমন চিন্তিত নন। বিশ্বকাপ শেষ আর শাকিব আল হাসানও(Shakib Al Hasan) ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। অবসর ঘোষণা করবেন দ্রুত। এর মাঝে ব্যাট ছেড়ে নৌকার হাল ধরলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শাকিব। নৌকা অর্থাত বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের প্রতীক। শাকিব ভোটে লড়াই করছেন।
পাঁচ বছর আগের গুঞ্জনকে সত্যে পরিণত করে এবার রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা শাকিব আল হাসান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়বেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। দলীয় মনোনয়ন প্রাপ্তির পর নিজ এলাকায় বিশাল মিছিল করলেন তিনি।
বুধবার সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গাড়ির বিশাল কনভয় নিজের নির্বাচনী এলাকার পথে রওনা দেন বিশ্বসেরা অলরাউন্ডার। দুপুরে মাগুরায় পৌঁছান। এ সময় গড়াই নদীর ব্রিজ থেকে তাকে শুভেচ্ছায় বরণ করে নেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সঙ্গে ছিলেন শাকিবের বাবা মাশরুর রেজা। শত শত মোটরসাইকেল আর অগুণিত প্রাইভেটকারের মাধ্যমে রোড-শো করেন শাকিব।
শাকিবের আগে বাংলাদেশের অপর বিশ্বনন্দিত ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা হয়েছেন আওয়ামী লীগের সাংসদ। তিনি নড়াইল থেকে এবারও লড়াই করছেন।