পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কুলটি স্টেশনের কাছে বিশাল অগ্নিকান্ড। তীব্র আতঙ্ক। হু হু করে আগুন ছড়াচ্ছে। আতঙ্কিত যাত্রীদের প্রশ্ন, স্টেশন কি পুরো পুড়ে যাবে।
এদিন সকালে কুলটি স্টেশনের রেলব্রিজের নিচে আগুন ধরে যায়। কয়েক মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। স্টেশনে থাকা যাত্রীদের মোবাইলে অগ্নিকান্ডের ছবিতে দেখা যাচ্ছে কীভাবে আগুন ছড়াচ্ছে। অনেক যাত্রী প্ল্যাটফর্ম থেকে সরে গেছেন নিরাপদ দূরত্বে।
রেলের আসানসোল ডিভিশনের অন্তর্গত কুলটি স্টেশন পশ্চিম বর্ধমান জেলার প্রান্তিক অঞ্চলে অবস্থিত। ঝাড়খণ্ডের দিক থেকে আসানসোল-হাওড়া ও শিয়ালদহ আসা যাওয়ার লাইনে কুলটি স্টেশন। সেখানেই আগুন ধরেছে।
জানা যাচ্ছে, আগুন যাতে পুরো স্টেশনে ছড়াতে না পারে তার জন্য এসেছে দমকলের ইঞ্জিন। তবে আগুন ছড়াচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। কুলটি শহরেও ছড়িয়েছে আতঙ্ক।