INDvAUS: ফিনিশারের কাজটা ঠিকই করলেন রিঙ্কু সিং। অস্ট্রেলিয়ার দেওয়া বড় রানের লক্ষ্য তাড়া করে জিতল ভারত (Team India)। বৃহস্পতিবার বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জিতল টিম ইন্ডিয়া।
বিশ্বকাপ হাতছাড়া করার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে শুরু হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে জিতে সিরিজে আপাতত চালকের আসনে ভারত। বল হাতে ভারত খুব একটা ভালো করতে না পারলেও ব্যাট করতে নেমে বাজিমাত করল টিম ইন্ডিয়ার নতুন দল।
এই সিরিজের জন্য দুই দলই ওডিআই বিশ্বকাপ স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটারকে বাইরে রেখেছে। ক্রিকেটের এই ফরম্যাটের জন্য নতুন করে দল সাজাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের নতুন দল কেমন খেলে সেটাই এখন দেখে নেওয়ার পালা। প্রথম ম্যাচ সসম্মানে উত্তীর্ণ হলেন ভারতের নতুন প্রজন্মের ক্রিকেটাররা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ২০৮ রান করেছিল অস্ট্রেলিয়া। শতরান করে দলকে একাই টেনেছেন জশ ইংলিশ। ৫০ বলে ১১০ রানের অতিমানবিক ইনিংস খেলেছেন তিনি। এছাড়া অর্ধশত রান করে অস্ট্রেলিয়াকে রানের পাহাড়ে উঠতে সাহায্য করেছেন ওপেনার স্টিভ স্মিথ (৪১ বলে ৫২ রান)। ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা ও রবি বিষ্ণই।
Rinku Singh bringing back our smiles! 😁💙pic.twitter.com/I7C0WTDTDU
— KolkataKnightRiders (@KKRiders) November 23, 2023
মাত্র এক বল বাকি থাকতে টার্গেট রানে পৌঁছেছে ভারত। পড়েছিল আট উইকেট। ভারতের তিনজন ক্রিকেটার রান আউট হয়েছেন এই ম্যাচে। অধিনায়ক সূর্যকুমার যাদব করেছেন ৮০ রান, ঈশান কিষান খেলেছেন ৫৮ রানের ইনিংস। তবে মাঠে থেকে ভারতকে জয় এনে দিয়েছেন রিঙ্কু সিং। ছয় নম্বরে নেমে ফিনিশারের কাজ করলেন যথাযথ ভাবে। রিঙ্কুর ১৪ বলে অপরাজিত ২২ রানের ইনিংস শেষ পর্যন্ত নির্ধারিত করেছে ম্যাচের ফলাফল।