বর্তমানে আইএসএলের ব্রেক থাকলেও আগামী ২৫ নভেম্বর ওয়েন কোয়েলের চেন্নাইন এফসির বিপক্ষে খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দল। সেই ম্যাচের দিকেই এখন নজর সকলের। উল্লেখ্য, এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা খারাপ না হলেও পরবর্তীকালে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে সন্দেশ ঝিঙ্গানের এফসি গোয়া সহ শক্তিশালী কেরালা ব্লাস্টার্স দলের বিপক্ষে ও এগিয়ে থেকে পরাজিত হতে হয় লাল-হলুদকে।
যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল সকলের মধ্যে। তাই দলের ফুটবলারদের ছুটির ক্ষেত্রে ও একাধিক বাধানিষেধ আরোপ করেন কুয়াদ্রাত। আসলে এই ছুটিকে কাজে লাগানোই মূল লক্ষ্য ছিল স্প্যানিশ কোচের। এক্ষেত্রে আইলিগের একাধিক শক্তিশালী ফুটবল দল গুলির সাথে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা ও করেন তিনি।
সেইমতো শক্তিশালী ডায়মন্ডহারবার এফসির পাশাপাশি নেরোকা সহ কলকাতা ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে ও খেলে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে ও আসে বড় ব্যবধানে জয়। সেভাবেই আজ নিজেদের ঘরের মাঠে আইলিগের আরেক শক্তিশালী দল তথা ট্রাউ এফসির মুখোমুখি হয়েছিল মশাল ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। গোল করেন যথাক্রমে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা ও মোবাশির রহমান। তাদের হাত ধরেই আজ আসে জয়। বলাবাহুল্য, ম্যাচের প্রথমার্ধে সিনিয়র দলের একাধিক ফুটবলারদের খেলানো হলেও দ্বিতীয়ার্ধে জুনিয়র দলের বেশকিছু ফুটবলারদের দেখেনেন স্প্যানিশ কোচ।
আসলে, তিন ম্যাচ পরাজিত হতে হলেও দল নিয়ে যথেষ্ট আশাবাদী সকলে। তাই যেকোনো ভাবেই দল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইবেন কুয়াদ্রাত। অন্যদিকে, ম্যাচে জয় পেয়ে লিগ টেবিলের উপরের দিকেই ওঠার লক্ষ্য থাকবে চেন্নাইন দলের কোচ ওয়েন কোয়েলের।