Chattishgarh: মাওবাদী হামলার মাঝে ছত্তিসগড়ের ভোটে রূপান্তরকামীদের বুথে ভিড়

ছত্তিসগড়ে সোমবার ভোটের আগে কাঁকের জেলায় বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। নিরাপত্তা রক্ষী ও দুই ভোট কর্মী জখম। ভোট বয়কটের ডাক দিলেও মাওবাদীদের সেই আহ্বান ফ্লপ। ভোট…

Chattishgarh: মাওবাদী হামলার মাঝে ছত্তিসগড়ের ভোটে রূপান্তরকামীদের বুথে ভিড়

ছত্তিসগড়ে সোমবার ভোটের আগে কাঁকের জেলায় বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। নিরাপত্তা রক্ষী ও দুই ভোট কর্মী জখম। ভোট বয়কটের ডাক দিলেও মাওবাদীদের সেই আহ্বান ফ্লপ। ভোট দাতাদের ভিড় দেখা যাচ্ছে। এর মধ্যে নজর কাড়ছে রূপান্তরকামীদের বুথে ভিড়। এই রেনবো বুথ গড়লেন কাঁকের জেলার এএসপি

প্রথমবার রূপান্তরকামীদের জন্য বড় পদক্ষেপ নিয়েছে কাঁকের জেলা প্রশাসন। পাখানজুরে একটি ভোটকেন্দ্রের গেট রামধনু মডেলে করা হয়েছে। যাতে রূপান্তরকামীরাও বিনা সংশয়ে ভোট দিতে আসতে পারে এবং অন্যান্যরাও তাদের নিয়ে বিব্রত বোধ না করে। রূপান্তরকামীদের জন্য রামধনু রঙ ও আকারের ভোটগ্রহণ কেন্দ্র সম্ভবত দেশের মধ্যে এটাই প্রথম বলে জানিয়েছেন কানকের জেলার এএসপি প্রশান্ত শুক্লা।

মঙ্গলবার ছত্তিসগঢ় ও মিজোরামে ভোট দিয়েই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন শুরু। ছত্তিসগঢ়ে দু-দফায় ভোট হবে। প্রথম দফায় মোট ২০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ ১৭ নভেম্বর। মিজোরামে এদিন এক দফাতেই ভোটগ্রহণ সম্পন্ন হবে। ছত্তিসগঢ়ের ৯০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এদিন ২০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বড়ো পরীক্ষা বিজেপি, কংগ্রেসের।‌

Advertisements

এদিন মিজোরামে ৪০টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। মোট ভোটারের সংখ্যা ৮ লক্ষের বেশি। ভোটগ্রহণ সকাল ৭টা থেকে চলবে বিকাল ৪টে পর্যন্ত। ভোট সম্পন্ন করাতে রাজ্যে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, দেশের মধ্যে কর্মহীন যুবর সংখ্যা সর্বাধিক মিজোরামে। স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল ও ভোটারদের কাছে উন্নয়ন এবং চাকরিই এই ভোটের অন্যতম লক্ষ্য। তাই দুর্নীতি-মুক্ত সরকার গড়ার লক্ষ্যে যুব সম্প্রদায়।

ছত্তিসগঢ় বাদে সব রাজ্যেই এক দফায় ভোট গ্রহণ হবে। প্রথম ভোট শুরু হচ্ছে ছত্তীসগঢ় ও মিজোরামে। আগামী ১৭ নভেম্বর ছত্তীসগঢ়ে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে। সেদিন মধ্য প্রদেশেও ভোট হবে। আগামী ২৩ নভেম্বর রাজস্থান এবং ৩০ নভেম্বর তেলঙ্গানায় ভোটগ্রহণ হবে। তবে সব রাজ্যেই একসঙ্গে ভোটের ফল প্রকাশিত হবে, আগামী ৩ ডিসেম্বর।