মঙ্গলবার মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের AFC কাপের ম্যাচ। কিংস এরিনায় বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলবে সবুজ মেরুন ব্রিগেড। মাঠে নামার আগে মোহন বাগান সুপার জায়ান্টকে কটাক্ষ করতে শুরু করেছে বাংলাদেশী ফুটবল সমর্থকদের একাংশ।
গতকাল বাংলাদেশে পৌঁছেছে মোহন বাগান সুপার জায়ান্ট। ভারতের ক্লাবকে বরণ করে নিয়েছে বসুন্ধরা কিংস। ফুলের স্তবক ও উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে অ্যাওয়ে টিমকে। এখান থেকেই কটাক্ষের সূত্রপাত। অপার বাংলার ফুটবল প্রেমীদের কেউ কেউ বলছেন, অতিথিদের কীভাবে বরণ করে নেওয়া উচিৎ সেটা মোহন বাগানের শেখা উচিৎ।
এর আগে ভারতে খেলতে এসেছিল বসুন্ধরা কিংস। পয়েন্ট ভাগাভাগি করে শেষ হয়েছিল কিংসের বিরুদ্ধে বাগানের হোম ম্যাচ। সেই ম্যাচকে কেন্দ্র করে বেশ খানিকটা জলঘোলা হয়েছিল। ভিসা সমস্যার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছিল কিংস ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এমনকি ম্যাচ না খেলার ব্যাপারেও এক প্রকার হুমকি দিয়েছিল বাংলাদেশের অন্যতম সেরা এই ক্লাব। ম্যাচ শেষ পর্যন্ত নির্বিঘ্নে হয়েছিল। পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছিল কিংস।
এখন মনে হচ্ছে কোথাও না কোথাও মোহন বাগান কিংবা ভারতের প্রতি ক্ষোভ রয়ে গিয়েছে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মনে। টুর্নামেন্টের পরের রাউন্ডে যেতে হলে কিংসকে মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে জিততে হবে। কারণ বাগান গ্রুপের শীর্ষে রয়েছে এখনও। ম্যাচ থেকে পুরো পয়েন্ট না পেলে গ্রুপের অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বসুন্ধরা কিংসকে।