Weather: রবিবারের পর কি জাঁকিয়ে শীত পড়বে? হাওয়া অফিসের বড় আপডেট

নভেম্বর পড়ে গেলেও শীত এখনও আসেনি। দিনের বেলা ভ্যাপসা গরম অনুভব করছে বাঙালি। সকলের তাই এখন একটাই প্রশ্ন যে শীত কবে পড়বে। শীত নিয়ে বড়…

Record temperature rise in November, Second Warmest November In India

short-samachar

নভেম্বর পড়ে গেলেও শীত এখনও আসেনি। দিনের বেলা ভ্যাপসা গরম অনুভব করছে বাঙালি। সকলের তাই এখন একটাই প্রশ্ন যে শীত কবে পড়বে। শীত নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া মোরগ জানিয়েছে এই মুহূর্তে ছত্তিশগঢ়ের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের ফলে আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস জারি ছিল। আজ শনিবার দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু রবিবার থেকে আকাশ পরিষ্কার হবে। আকাশ পরিষ্কার হতেই ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ।

   

শনিবারের তাপমাত্রা ৩২ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রির মধ্যে রয়েছে। আগামিকাল অনেকটাই তাপমাত্রা কমবে বলে মনে করা হচ্ছে। সোমবার ২১ থেকে ২২ ডিগ্রি নামবে তাপমাত্রার পারদ। এছাড়া পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যাবে ।

উত্তরবঙ্গে শনিবার ও রবিবার কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলা শুষ্ক থাকবে। রবিবারের পর থেকে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করবে। তাপমাত্রা অনেকটা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামিকাল থেকে তিন থেকে চার দিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে।