ED: ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ৫০০ কোটির ঘুষ নিয়েছেন, দাবি করল ইডি

বেআইনি আর্থিক লেনদেন ও ঘুষ নিয়েছেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এমনই দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই দাবির পর ফের আলোচনা, কেন্দ্রের মোদী সরকারের…

ed search operation at belgharia and howrah on delhi cyber crime case

বেআইনি আর্থিক লেনদেন ও ঘুষ নিয়েছেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এমনই দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই দাবির পর ফের আলোচনা, কেন্দ্রের মোদী সরকারের নির্দেশেই ভোটের আগে ED বাঘেলের বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে। যদিও অ-বিজেপি দলগুলির অ়ভিযোগ, বিজেপি কেন্দ্রীয় সংস্থা দিয়ে বাঘেলকে ভয় দেখাতে চায়।

ইডি দাবি করেছে যে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেল ভাগেল মহাদেব বেটিং অ্যাপ প্রমোটারদের কাছ থেকে ৫০৮ কোটি টাকা পেয়েছেন। কংগ্রেস শাসিত ছত্তিসগড়ে যেমন ভোট তেমনই লোকসভা ভোটের সময় চলে আসছে। এই সময়েই ইডি আনল দুর্নীতির অভিযোগ।ইডি সূত্র জানিয়েছে যে তদন্ত সংস্থা বিশ্বাসযোগ্য ইনপুট পেয়েছে এবং বৃহস্পতিবার ছত্তিশগড়ে অনুসন্ধান অভিযান পরিচালনা করেছে এবং রাজ্যে 5.39 কোটি টাকা নগদ উদ্ধার করেছে।

   

মহাদেব বেটিং অ্যাপ সিন্ডিকেটের তদন্ত করছে ইডি। তদন্তে উঠে এসেছে এই অ্যপ সিন্ডিকেট প্রোমোটাররা বিদেশে বসে তাদের সহযোগীদের সাহায্যে ভারত জুড়ে হাজার হাজার প্যানেল চালাচ্ছে। প্রধানত ছত্তিশগড় থেকে বিপুল অর্থ উপার্জন করেছে। তদন্ত সংস্থা চারজনকে গ্রেপ্তার করেছে এবং 450 কোটি টাকারও বেশি মূল্যের অর্থ বাজেয়াপ্ত করেছে এবং 14 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে

অভিযোগ, ইডি অ়ভিযান চলছে অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এই তালিকায় দিল্লির আম আপনি পার্টি সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আবগারি দুর্নীতির অভিযোগ এনেছে ইডি। সবই রাজনৈতিক উদ্দেশ্যে বলে কেজরিও়যাল জেরায় হাজিরা দেননি। তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে একের পর এক দুর্নীতির তদন্ত করছে ইডি ও সিবিআই। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও সমন এখনও জারি হয়নি। এর পাশাপাশি ঝাড়খণ্ডের জেএমএম ও কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী হেমন্ত শোরেনের বিরুদ্ধেও তদন্ত করছে ইডি। কেন্দ্রীয় তদন্ত সংস্থা অ-বিজেপি শাসিত কেরলের বাম সরকারের বিরুদ্ধে কোনও অভিযোগ আনেনি।