ED: ঘুষ নেওয়ার অভিযোগে ইডি অফিসার গ্রেফতার

বেআইনি আর্থিক লেনদেনের তদন্ত করাই ইডির কাজ। তাদেরই এক অফিসার এবার জালে পড়ল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আছে। ধৃত ইডি…

ed search operation at belgharia and howrah on delhi cyber crime case

বেআইনি আর্থিক লেনদেনের তদন্ত করাই ইডির কাজ। তাদেরই এক অফিসার এবার জালে পড়ল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আছে। ধৃত ইডি অফিসারের নাম নওয়ল কিশোর মীনা।

রাজস্থানের দুর্নীতি বিরোধী ইউনিট (ACB) বৃহস্পতিবার এক ইডি আধিকারিককে গ্রেফতার করেছে। তিনি 15 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হন। অভিযোগ, মণিপুর থেকে একটি চিটফান্ডের মামলায় ঘুষ নিয়েছেন ওই ইডি অফিসার। রাজস্থানের দুর্নীতি দমন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ইডি অফিসাররা মামলা খারিজ, গ্রেফতার না করা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার বিনিময়ে ঘুষ নিচ্ছেন।

   

এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ইডি অফিসারদের উপর নজর রাখতে শুরু করে রাজস্থানের দুর্নীতি দমন শাখা। ইডি অফিসার নওয়ল কিশোর মীনার ভূমিকায় সন্দেহ তীব্র হয়। তাকে গ্রেফতারির পরই ইডি ভূমিকা নিয়ে প্রশ্ন আরও বাড়ছে। কংগ্রেশ শাসিত রাজ্যে ইডিকে কঠিন বার্তা দিচ্ছে বলে অভিযোগ।

ইডি ও সিবিআই এই দুই কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করার অভিযোগ করছে অবিজেপি শাসিত রাজ্যগুলি। অভিযোগ, কেন্দ্রের মোদী সরকারের নির্দেশ ইডি ও সিবিআই বেছে বেছে বিরোধীদের ঘরে ঢুকে তদন্ত করছে। এ ক্ষেত্রে কংগ্রেস শাসিত রাজ্য থেকে ইডি অফিসার ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য। ঘটনাচক্রে বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী জেরা করতে ডেকেছিল ইডি। আবগারি দুর্নীতির এইচ তদন্তে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জেরায় আসেননি। অন্যদিকে পশ্চিমবঙ্গে একাধিক দুর্নীতির তদন্ত করছে ইডি।