সিপিএমের সাথে কেউ চা খাবেন না বলা জ্যোতিপ্রিয়কে বাম কটাক্ষ ‘এবার জেলের ভাত খাক’

সিপিআইএম সাথে কেউ চা খাবেন না। সিপিআইএমের কেউ নিমন্ত্রণ বাড়িতে গেলে তার পাশে বসবেন না এরকম অনেক ফতোয়া জারি করে হাসির খোরাক হয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়…

সিপিআইএম সাথে কেউ চা খাবেন না। সিপিআইএমের কেউ নিমন্ত্রণ বাড়িতে গেলে তার পাশে বসবেন না এরকম অনেক ফতোয়া জারি করে হাসির খোরাক হয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতির তদন্তে তিন গ্রেফতার হয়েছেন। এখন মন্ত্রীত্ব পদ খোয়া যাওয়ার জোরালো ইঙ্গিত তৈরি হয়েছে। বাম মহলের কটাক্ষ, এখন ওর জায়গা হবে জেলে। খাবে জেলের ভাত।

গ্রেফতারির সময় ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন জ্যোতিপ্রিয় মল্লিক। এমনকি নিশানা করেন বিজেপিকেও। তিনি কোন ষড়যন্ত্রের শিকার ? কী বলতে চাইছেন জ্যোতিপ্রিয় তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের বালু? এই প্রশ্নে সরগরম রাজনৈতিক মহল।

   

এদিকে গ্রেফতারির পরই জ্যোতিপ্রিয়কে মন্ত্রীত্ব পদ থেকে সরানো নিয়ে ক্রমশ চাপ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর।সকাল হতেই রাজ্য সরগরম। র প্রশ্ন উঠছে, অতি প্রিয় বালুকে কবে মন্ত্রিসভা থেকে সরাবেন মমতা। গুঞ্জন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তৃণমূল (টিএমসি) অন্দর একটি মহল চাপ তৈরি করছে। মুখ্যমন্ত্রী প্রবল বিপর্যস্ত।

পুলিশ প্রশাসন পুলিশে ক্ষমতাবলে বেআইনি পাওনা ও উদ্ধারের পর তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে একাধিক করা হয়। তাকে সাংগঠনিক পদ ও ক্ষমতা থেকে সরান মুখ্যমন্ত্রী। রেশন দুর্নীতিতে ফেরত মন্ত্রিসভার অপর সদস্য জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারিতে সেই প্রশ্নই তৈরি হয়েছে। তাকে মন্ত্রিসভা থেকে সরেতে তৃণমূলেরই একটি চক্র মমতার উপর চাপ দিচ্ছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রধানমন্ত্রীর বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিক ভোর রাত ৩টে নাগাদ থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় ইডি গোয়েন্দারা। প্রায় ২১ ঘন্টা তল্লাশির জেরার পর জ্যোতিপ্রিয়কে আটক করে ইডি।আবার, রেশন দুর্নীতির অভিযোগে মামলা করা হয় বাকিবুর রহমানকে। সে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ। তার প্রায় ১০০ কোটি সম্পত্তির খোঁজ মিলেছে বলে ইডি। বাকিদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি বলে ইডি সূত্রে খবর। রেশনের গম খোলার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বাকি বুরের বিরুদ্ধে। এই দুর্নীতিতে রাজ্যের রেশন ডিলারদের এক অংশ যুক্ত মনে করছে ইডি।