ফের হামাসের বলি এক ২২ বছরের তরুণী। জিভ ফ্রেনকেল নামের ওই তরুণী তার বন্ধুদের যখন মরুভূমিতে পার্টিতে ব্যস্ত ছিলেন,সেই সময় তাকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়া হয়। পার্টির মাঝেই মৃত্যু হয় ২২ বছরের ওই তরুণীর। ইজরায়েল যখন গাজায় একটানা অভিযান শুরু করে, সেই সময় হামাসের হিংসার বলি আরও এক ইজরায়েলি তরুণী।
এদিকে, হামাসকে নিশ্চিহ্ন করতে গাজায় সামরিক অভ্যুত্থান চালাতে প্রস্তুত ইজরায়েল। বুধবার এই ঘোষণা করলেন খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও কীভাবে গাজায় অভ্যুত্থান চালানো হবে, সে বিষয়ে খোলসা করে তিনি কিছু বলেননি। অন্যদিকে, যুদ্ধ নিয়ে সুর বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধে সাময়িক বিরতির আর্জি জানিয়েছেন তিনি।
Ziv Frenkel is a fun-loving 22-year-old who has just embarked on her adult life.
Early morning, at a wild rave party in the desert, she was shot dead by Hamas. pic.twitter.com/ll1yFU5Y0Y
— Mario Nawfal (@MarioNawfal) October 25, 2023
বুধবার টেলিভিশন বার্তায় বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “আমরা স্থলপথে গাজায় ঢুকে সামরিক অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছি। কখন, কীভাবে বা কতজন অভিযান চালাবে, সে বিষয়ে আমি কিছু বলব না। আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যার সম্পর্কে জনগণ জানেন না। এবং এটা এমনই থাকা উচিত। ইজরায়েল হাজার হাজার জঙ্গিকে নিকেশ করেছে। হামাসের বিরুদ্ধে অভিযানের এই সবে শুরু।” গত ৭ অক্টোবরের হামাসের হামলাকে তিনি ইজরায়েলের ইতিহাসে “কালা দিবস” বলে উল্লেখ করেন। এই যুদ্ধকে ইজরায়েলের অস্তিত্বের লড়াই বলেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, বাইডেন প্রশাসনের তরফে যুদ্ধে সাময়িক বিরতির আর্জি জানিয়েছে। গাজায় যাতে আরও ত্রাণ সামগ্রী পাঠানো যায়, তার জন্য দুই পক্ষই যেন যুদ্ধে সাময়িক বিরতি ঘোষণা করে, তার আবেদন জানানো হয়। তবে যুদ্ধে ইজরায়েলের পাশেই রয়েছে আমেরিকা, তা সাফ জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।