Joni Kauko: মোহনবাগানের নাম সরিয়ে দিলেন কাউকো

আর দেখা যাচ্ছে না মোহন বাগান সুপার জায়ান্টের নাম। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে বাগানের ট্যাগ সরিয়ে দিয়েছেন জনি কাউকো (Joni Kauko)। সোশ্যাল মিডিয়ায় এখন তিনি…

Joni Kauko

আর দেখা যাচ্ছে না মোহন বাগান সুপার জায়ান্টের নাম। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে বাগানের ট্যাগ সরিয়ে দিয়েছেন জনি কাউকো (Joni Kauko)। সোশ্যাল মিডিয়ায় এখন তিনি কেবল ফিনল্যান্ডের ফুটবলার।

গুরুতর চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন মাঠের বাইরে। জানুয়ারিতে হয়েছিল অস্ত্রোপচার। এর পর মাঠে ফেরার জন্য মরীয়া চেষ্টা করছেন জনি। শোনা গিয়েছিল, বর্তমান স্কোয়াডের কোনো ফুটবলারের পারফরম্যান্স যদি বাগান ম্যানেজমেন্টের মনের মতো না হয় তাহলে সবুজ মেরুন জার্সি পরার আরও একটা সুযোগ ফিনল্যান্ডের তারকার সামনে আসতে পারে। তাছাড়া AFC কাপের কথা মাথায় রেখে স্কোয়াডের সঙ্গে অতিরিক্ত খেলোয়াড় রাখতেই পারে কোনো দল।

   

এশিয়ান প্রতিযোগিতায় অতিরিক্ত বিদেশি খেলানো যায়। ইন্ডিয়ান সুপার লীগে বিদেশি ফুটবলার খেলানোর সংখ্যা কম। রেজিষ্টার না করিয়ে দলের সঙ্গে অতিরিক্ত ফ্রি ফুটবলার ক্লাব রাখতেই পারে। প্রয়োজন বুঝে পরে চূড়ান্ত সই।

Advertisements

সবুজ মেরুন সমর্থকদের একাংশ ফিনল্যান্ডের তারকাকে আবার তাদের প্রিয় ক্লাবে দেখতে চাইছেন। সেই ইচ্ছা পূরণ হওয়ার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। বিশেষত দুই বিদেশির ট্রায়াল হওয়ার পর। দিমি পেট্রতসের দুই ভাই সবুজ মেরুন শিবিরে ট্রায়াল দিয়েছেন। দুজন মাঝমাঠে খেলে আক্রমণ তৈরি করার ক্ষেত্রে দক্ষ। এই দুই ফুটবলারের ট্রায়ালের পর অনেকে আশঙ্কা করেছিলেন যে জনির হয়তো এখনই বাগানে ফেরা হচ্ছে না। এই আশঙ্কা, ভাবনার মধ্যে দেখা গেল নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মোহনবাগানের ট্যাগ সরিয়ে দিয়েছেন জনি কাউকো।