বহু তারকার ভিড়ে আলাদা করে নিজেকে চেনাচ্ছেন পার্থিব গগৈ। চলতি মরসুমে একাধিক বিশ্ব মানের গোল করে ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন। কোনো প্রচার চাইছেন না, ভালো ফুটবল খেলতে চাইছেন অসমের পার্থিব গগৈ (Parthib Gogoi)।
পার্থিবের ফুটবলে প্রথম পাঠ তার বাবার কাছেই। পার্থিবের বাবর নিজস্ব ফুটবল অ্যাকাডেমি রয়েছে। ইস্টবেঙ্গলের বর্তমান ফুটবলার নাওরেম মহেশ সিং সেই অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র। “আমার কাছে তখন স্মার্টফোন ছিল না। বাবা নিজের ফোনে ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসির খেলা দেখাতেন। আরও ভালো ফুটবল খেলার জন্য সব সময় উজ্জীবিত করতেন আমাকে”, সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন পার্থিব গগৈ।
কিছু দিন আগেই পার্থিবের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি সম্পন্ন করেছেন নর্থ ইস্ট ইউনাইটেড। আগামী কয়েক মরসুম ইন্ডিয়ান সুপার লীগের এই ক্লাবই আপাতত তরুণ এই ফুটবলারের ঠিকানা। “হেড কোচ হুয়ান পেদ্রো বেনালি আমাদের দল হিসেবে গড়ে তুলেছেন। মাঠে ও মাঠের বাইরে শৃঙ্খলা নিয়ে এসেছেন। ক্লাবের থেকেও এটা এখন আমার কাছে পরিবারের মতো”, বলেছেন পার্থিব। “ISL খেলা আমার কাছে স্বপ্নের মতো। ছোটো থেকে ইচ্ছা ছিল দেশের সেরা টুর্নামেন্টে খেলবো। ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু শিখতে পারছি। কোচ, কোচিং স্টাফ, ক্লাবের কর্ণধার, সকলকে ধন্যবাদ।”
“সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে চাই। ইনস্টাগ্রাম ডিলিট করে দিয়েছি। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও দূরে রয়েছি। সোশ্যাল মিডিয়া ভালো, কিন্তু সব সময় ভালো না”, কুড়ি বছর বয়সী ফুটবলারের উপলব্ধি।