বিশ্বকাপ ২০২৩ এ (World Cup 2023) ফের অঘটন। এবার আফগানিস্তান হারিয়ে দিল পাকিস্তানকে। তাও আট উইকেট বাকি থাকতে। একের পর এক ম্যাচে হেরে সেমিফাইনালে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলল পাকিস্তান।
আন্তর্জাতিক ক্রিকেটের সেরা ব্যাটসম্যান, সেরা বোলার রয়েছে পাকিস্তান ক্রিকেট দলে। এশিয়া কাপের সময় কথা এমনটা শোনা যাচ্ছিল। বাবর আজম, শাহীন আফ্রিদির থেকে প্রত্যাশা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল ক্রিকেট প্রেমীদের মধ্যে। কিন্তু বড় মঞ্চে কোথায় পাকিস্তানের ‘এক নম্বরী’ পাকিস্তানের? শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে পরাজয় বরণ।
রাজনৈতিক কারণে ভারত পাকিস্তান ম্যাচ যেমন অন্য মাত্রায় পৌঁছায়, তেমনই আফগানিস্তান পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করেও উত্তেজনার পারদ চড়ছিল। ম্যাচ শুরুর আগে পাল্লা ভারী ছিল পাকিস্তানের দিকে। প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারে ২৮২/৭ করেছিল তারা। রান পেয়েছেন অধিনায়ক বাবর আজম (৭৪ রান)। ওপেনার সফিক ৫৮ রান করে ইনিংসের শুরুটা ভালো করেছিলেন। পরে লোয়ার মিডল অর্ডারে শাদাব খান ও ইফতিখার আহমেদ দুজনেই খেলেছেন চল্লিশ রানের ইনিংস। আফগানিস্তানের হয়ে নুর আহমদ তিন উইকেট নিয়েছেন।
পাকিস্তান ভালো রান করলেও আফগানিস্তানের ব্যাটসম্যানরা আরও ভালো পারফর্ম করেছেন এদিন। প্রতিপক্ষ দলের বোলারদের কার্যত দাঁত ফোঁটাতে দেননি আফগান ব্যাটাররা। গুরবাজ (৬৫ রান) ও জাদরানের (৮৭ রান) ওপেনিং জুটিতে ওঠে ১৩০ রান। বাকি কাজ করে সম্পন্ন করেন আফগান ব্যাটিং লাইন আপের তিন ও চার নম্বরে নামা ব্যাটসম্যান রহমত শাহ (অপরাজিত ৭৭ রান) ও শাহিদি (অপরাজিত ৪৮ রান)। হাতে আট উইকেট ও এক ওভার বাকি থাকতে কাঙ্ক্ষিত রান তুলে নেয় আফগানিস্তান। আফগানিস্তানের উইকেট দুটি নিয়েছেন শাহীন আফ্রিদি, হাসান আলি।