শরতের আকাশে মেঘেদের আনাগোনা।পঞ্চমী পেরিয়ে আজ শুভ ষষ্ঠী। সকলেই মা দুর্গার আরাধনায় ব্যস্ত। তবে এই উৎসবের দিনে আবহাওয়া কেমন থাকবে জানেন? টা অবশ্য এই প্রশ্ন সকলেরই মনে উঁকি দিচ্ছে। আবার ধেয়ে আসবে না তো সেই বৃষ্টি। তাই আর চিন্তা না করে জেনে নিন আজ মহাষষ্ঠীর দিনে কেমন থাকবে আবহাওয়া।
আজ সকাল থেকেই উত্তর সহ দক্ষিণ বেশ কিছু জায়গায় দেখা মিলেছে মেঘলা আকাশের। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস জানিয়েছে যে, আজ বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে।
তবে খুশির খবর উত্তরবঙ্গবাসীর জন্য। কারণ উত্তরেও থাকবে জলমলে আকাশ। তবে দুই বঙ্গেই বেশ কিছু এলাকায় খানিক মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তটি উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর জেরে আগামীকাল সপ্তমীর সকালে মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। তারপর নবমীতে সেটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে।
যার জেরে নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অষ্টমী পর্যন্ত আকাশে মেঘ জমলেও ভারী বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস। অষ্টমী পর্যন্ত কোনও বাধা ছাড়া কাটবে পুজো। আবহাওয়া থাকবে মনোরম।
অন্যদিকে আবার নবমী এবং দশমীতে কলকাতা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে। আজ ষষ্ঠীর দিন উত্তরের দার্জিলিং কালিম্পঙ জেলায় সামান্য বৃষ্টি হতে পারে।