এবারের আইলিগ খেলার ছাড়পত্র হাতে আসার পর থেকে নিজেদের সাধ্যমতো শক্তিশালী দল তৈরি করার কাজে মনোনিবেশ করেছিল বারানসীর ইন্টারকাশি ফুটবল ক্লাব (Interkashi FC)। মূলত, প্রতিপক্ষ ক্লাব গুলিকে কঠিন লড়াই দেওয়াই এখন একমাত্র লক্ষ্য এই নতুন ফুটবল ক্লাবের।
সেজন্য, সময়ের সাথে সাথে দল বদলের বাজার থেকে একের পর এক দেশি ও বিদেশি খেলোয়াড়দের চূড়ান্ত করতে থাকে উত্তর প্রদেশের এই ফুটবল ক্লাব। যাদের মধ্যে দেশীয় ফুটবলার হিসেবে রয়েছেন সেহনাজ সিং, লাল-হলুদ ব্রিগেডের প্রাক্তন তারকা সুমিত পাসি সহ শ্যারন পাদাত্তিলের মতো প্রতিভাবানরা। এছাড়াও লাল-হলুদ দলের প্রাক্তন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যকে ও দুই বছরের চুক্তিতে সাইন করিয়েছে আইলিগের এই নয়া ক্লাব।
পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে সকলকে চমকে দিয়েছে ইন্টার কাশি। গত কয়েকমাস আগেই ব্রিটিশ তারকা ফুটবলার পিটার হার্টলিকে নিজেদের দলে সাইন করিয়ে সকলকে চমকে দিয়েছিল তাদের ম্যানেজমেন্ট। সম্ভবত অধিনায়ক হিসেবে দেখা যাবে এই তারকাকে। এবার সেই ট্রেন্ড বজায় রেখেই গত কয়েকমাস আগে স্পেনের এক অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে সাইন করিয়েছিল ম্যানেজমেন্ট। তিনি জুলেন পেরেজ। একটা সময় স্পেনের পান্দারিয়া পুলিদোর হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন বছর তেইশের এই ফুটবলার। পরবর্তীতে লাস পালমাসের হয়ে খেলেন কয়েক বছর।
আজ, বুধবার নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে বারাণসীর এই ক্লাব। মূলত, এবারের আইলিগের জন্য নিজেদের রেজিস্টার করা ফুটবলারদের তালিকা প্রকাশ করা হয়েছিল তাদের তরফ থেকে। সেখানে এই স্প্যানিশ তারকা সহ আরও একাধিক ফুটবলারদের নাম দেখা না গেলেও এবার বিশেষভাবে ১০ নম্বর জার্সি প্রদান করে সেই স্কোয়াডে যুক্ত করা হয় এই তারকাকে।