গত কয়েকদিন আগেই পরিসংখ্যানের ভিত্তিতে কলকাতা লিগ (Calcutta Football League) চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এখনো পর্যন্ত বাকি রয়েছে সুপার সিক্সের বেশকিছু ম্যাচ। যার মধ্যে রয়েছে মোহন – ইস্ট ডার্বি। কিন্তু কবে হবে সেই খেলা? তা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।
অপরদিকে রেলিগেশন রাউন্ডের ম্যাচ শুরু হয়ে গেলেও কলকাতা লিগের দুই প্রধানের পাশাপাশি ডায়মন্ডহারবার এফসি ও ভবানীপুর ক্লাবের ও বেশকিছু ম্যাচ বাকি রয়েছে এখনো। এছাড়াও খিদিরপুর ক্লাবের ও বাকি রয়েছে বেশকিছু ম্যাচ। এই পরিস্থিতিতে ঠিক কি ভাবছে বঙ্গীয় ফুটবল সংস্থা? সেই নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।
উল্লেখ্য, এবারের প্রিমিয়ার ডিভিশন লিগের ক্ষেত্রে দুটো ডিভিশন মিলিয়ে দেওয়া হয়েছিল আইএফএ’র তরফ থেকে। যারফলে, গতবারের তুলনায় অনেকটাই বেড়ে যায় দলের সংখ্যা। মোট ২৬টি দল নিয়ে এবার আয়োজিত হয় কলকাতা ফুটবল লিগ। যা আয়োজন করতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা দেখা দেয় আইএফএর। বারংবার সূচি বদল করে খেলানো হয় ম্যাচ গুলি। পরবর্তীতে সুপার সিক্সের লড়াই অনেক আগে শুরু করা হলেও তা এখনো শেষ করা সম্ভব হয়নি।
তবে মহামেডান স্পোর্টিং ক্লাবের আইলিগ খেলার কথা মাথায় রেখে শুধুমাত্র শেষ হয়েছে তাদের সমস্ত ম্যাচ। বাকিদের খেলানো বাকি আরও একাধিক ম্যাচ। বর্তমানে সন্তোষ ট্রফির মতো ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টে বাংলার অধিকাংশ খেলোয়াড় পাঞ্জাব চলে যাওয়ায় ম্যাচ যে এখন করা সম্ভব নয় তা পরিষ্কার।
অন্যদিকে সন্তোষ ট্রফির পরেও যে দল নামতে চাইবে দুই প্রধান, তার কোনো নিশ্চয়তা নেই। যার কারন হিসেবে রয়েছে রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ। পরবর্তীতে সেই লিগ খেলা নিয়েই ব্যস্ত থাকবে দুই শিবির। তাছাড়া আইএসএলের মতো টুর্নামেন্টে ও বহু সময় সুযোগ করে নেয় জুনিয়র দলের ফুটবলাররা। তাই সবদিক বিচার বিবেচনা করে এবারের কলকাতা লিগ আদৌ কবে শেষ হবে সেই নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।