Purba Bardhaman: সাত সকালে কুমির ঘুরছে পাড়ায়, তীব্র আতঙ্ক কালনায়

কোনও সাধারণ ঘড়িয়াল বা ছোট কামট নয় একেবারে বিশাল কুমির ঘুরছে কালনার রাস্তায়। এ পাড়া ও পাড়া ঘুরছে। এর বাড়ি ওর বাড়ির দরজার সামনে বিশাল…

crocodile

কোনও সাধারণ ঘড়িয়াল বা ছোট কামট নয় একেবারে বিশাল কুমির ঘুরছে কালনার রাস্তায়। এ পাড়া ও পাড়া ঘুরছে। এর বাড়ি ওর বাড়ির দরজার সামনে বিশাল হাঁ করে থাকছে। এই কুমির আস্ত মানুষ খেতে পারে। এমনই তার চেহারা। রাত থেকে কুমির আতঙ্কে কাঁপছেন কালনাবাসী। সকালে সেই কুমিরের বিশাল চেহারা দেখে আরও আতঙ্ক। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনা পুরসভার ওয়ার্ডে ওয়ার্ডে কুমির আতঙ্ক।

এলাকাবাসী বলছেন,গতকাল মধ্যরাতে কালনায় হঠাৎ করে কুমির দেখতে পাওয়া যায়। পালপাড়া এলাকার রাস্তায় মধ্যরাতে কুমির হানা দেয়। ভাগীরথী নদী থেকে উঠে এসেছে বিশাল কুমির। ঘটনাস্থলে আসেন কালনার পুরপতি আনন্দ দত্ত। তবে রাতে কুমির ধরা যায়নি। এদিকে সকাল হতেই কুমির ঘুরছে রাস্তায়। কালনা জাপটের পালপাড়া এলাকার রাস্তায় বিশাল কুমির দেখে এলাকাবাসী ভীত।

   

কালনা শহরের ভাগীরথী তীরবর্তী ১০ নম্বর ওয়ার্ডে লোকালয়ে ওই প্রাপ্তবয়স্ক কুমির ধরতে বনদপ্তরের কর্মীরা নেমেছেন।দুয়ারে কুমির দেখে প্রত্যক্ষদর্শীরা রাতেই কালনা থানায় খবর দেন। পুলিশ হাজির হয়। রাতভর চলে কুমিরে-পুলিশে লুকোচুরি। এলাকাবাসী জানান এই প্রথম কুমির বাড়ির সামনে চলে এসেছে। আতঙ্কে রাতে কেউ ঘুমোতে জাননি। বাড়ির আশেপাশে এবং এলাকায় সেই কুমির ঘোরাঘুরি করছিল।

নদী থেকে উঠে আসার পর কুমিরটি দেখে আতঙ্ক ছড়ালেও সেই কুমির তেড়ে আসেনি। নিজের মনে এপাড়া ওপাড়ায় ঘুরছিল। পিছন পিছন নজর রাখছিল পুলিশ। আক্রমণ না করলেও বিশাল কুমির দেখে ভয় ছড়ায়। জলজ এই প্রাণী অত্যন্ত হিংস্র ও মাংশাসী। যে কোনও সময় মানুষ খেয়ে নিতে পারে।

Advertisements