TMC: রাজ্যপালের সাথে তৃণমূল প্রতিনিধিদের বৈঠক সম্ভাবনা

সোমবার রাজ্যপাল ও তৃণমূলের (tmc) প্রতিনিধিদের সাক্ষাতের সম্ভাবনা। সূত্রের খবর, তৃণমূলকে সাক্ষাতের সময় দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার বিকাল ৪ টেয় সাক্ষাতের সময় দিয়েছেন…

সোমবার রাজ্যপাল ও তৃণমূলের (tmc) প্রতিনিধিদের সাক্ষাতের সম্ভাবনা। সূত্রের খবর, তৃণমূলকে সাক্ষাতের সময় দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার বিকাল ৪ টেয় সাক্ষাতের সময় দিয়েছেন রাজ্যপাল। দার্জিলিংয়ের পর এবার কলকাতায় দেখা করার সময় দিলেন বোস।

রাজভবন সূত্রে খবর, রাজ্যপালের কাছে কলকাতায় তৃণমূলের সাক্ষাৎপ্রার্থনা সংক্রান্ত কোনও চিঠি এসে পৌঁছয়নি। যে আবেদন পেয়েছিলেন, তার ভিত্তিতে দার্জিলিংয়ের রাজভবনে তিনজন তৃণমূল প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎও করেন। তবে এখানে সাক্ষাতের কোনও আবেদন পাননি।

   

এদিকে চারদিন ধরে রাজভবনের সামনে মঞ্চ বেঁধে ধর্না দিচ্ছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চে থাকছেন দিনভর। তিনি জানিয়েছেন, রাজ্যপাল কলকাতায় তাদের সাক্ষাতের সময় না দেওয়া পর্যন্ত ধর্না চলবে। এরইমধ্যে খবর, রাজ্যপাল সোমবার দেখা করতে চলেছেন তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে। সেখানে ৪-৫ জন থাকতে পারেন।

রাজভবনের কাছে এই ধর্না নিয়ে ইতিমধ্যেই রাজভবনের সঙ্গে সংঘাতের আবহ তৈরি হয়েছে রাজ্যের। ১৪৪ ধারা ভেঙে কীভাবে রাজভবনের সামনে ধর্না মঞ্চ, তা নিয়ে চিঠি যায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে।

এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবারই বলেন, “গত মাসে এই চিঠিটা কেন দেওয়া হল না? বাংলা দিবসের বিরোধিতায় বিজেপি বিধায়করা পায়ে হেঁটে রাজভবনে ঢোকেন। আপনি চিঠি দেননি কেন? আপনি তো বিজেপির রাজ্যপাল নন, বাংলার রাজ্যপাল। বাংলার প্রতি তো দায়বদ্ধতা থাকা দরকার।”