Weather: মেঘলা আকাশে শরৎ উধাও

সকাল থেকে কখনও রোদ, কখনও মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস আপাতত শুকনো আবহাওয়া। পরবর্তী চার থেকে পাঁচ দিন আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার…

Weather: মেঘলা আকাশে শরৎ উধাও

সকাল থেকে কখনও রোদ, কখনও মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস আপাতত শুকনো আবহাওয়া। পরবর্তী চার থেকে পাঁচ দিন আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৬৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

Advertisements

বর্ষা বর্তমানে উত্তর-পশ্চিম ভারত এবং মধ্যভারতের বিস্তীর্ণ অংশ থেকে বিদায় নিয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে বর্ষা পূর্ব ভারতের কিছু অংশ এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু অংশ থেকে বিদায়ের সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রা আরও বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই, বরং কমতে পারে।

   

এদিকে পুজো যত এগিয়ে আসবে তত ধাপে ধাপে পারদ ফের কিছুটা চড়েছে কলকাতায়। দুর্যোগের কালো মেঘ পুরোপুরি কেটে গেলেই ফিরবে অস্বস্তি। আগামী কয়েকদিন কলকাতার আকাশ আংশিক মেঘলাই থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। মহালয়ার দিনও মোটের ওপর শুষ্ক থাকবে কলকাতার আবহাওয়া।

Advertisements

হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা আছে। গাঙ্গেও পশ্চিমবঙ্গে ক্রমেই বৃষ্টির পরিমাণ কমতে চলেছে। এদিকে আজ কলকাতা ও আশেপাশের জেলায় কোনও সতর্কতা জারি করা হয়নি। আগামিকাল, ১০ তারিখ থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনাই থাকবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।