East Bengal: জঘন্য রেফারিং প্রতি ম্যাচে, ফেডারেশনে দ্বারস্থ লাল-হলুদ

ভারতীয় ক্লাব ফুটবলের ক্ষেত্রে বাজে রেফারিং করার কথা উঠে এসেছে একাধিকবার। ডুরান্ড কাপ থেকে শুরু করে আইলিগ হোক কিংবা আইএসএল। রেফারির বিতর্কিত সিদ্ধান্তের দেখা মিলেছে…

Complaint Against Referee kolkata

ভারতীয় ক্লাব ফুটবলের ক্ষেত্রে বাজে রেফারিং করার কথা উঠে এসেছে একাধিকবার। ডুরান্ড কাপ থেকে শুরু করে আইলিগ হোক কিংবা আইএসএল। রেফারির বিতর্কিত সিদ্ধান্তের দেখা মিলেছে প্রত্যেকবার। এমনকি এবারের ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসির বিপক্ষে ও খারাপ রেফারিংয়ের শিকার থেকেছে কলকাতার এই প্রধান।

Advertisements

প্রথম এক গোলের ব্যবধানে এগিয়ে গেলেও পরে বেঙ্গালুরু দলের কাছে দুই-এক ফলে হারতে হয় লাল-হলুদ ব্রিগেডকে। এক্ষেত্রে পরবর্তীতে সুনীল ছেত্রীর পড়ে যাওয়ার পর রেফারির তরফ থেকে দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে দেখা দেয় একাধিক বিতর্ক। তখন রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হলেও পরে রিপ্লেতে দেখা যায় যে মন্দারের পা জড়িয়ে পড়ে গিয়েছিলেন ছেত্রী।

   

যা নিয়ে পরবর্তীতে প্রবল ক্ষোভ দেখা যায় সমর্থকদের মধ্যে। এছাড়াও ম্যাচের দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরু দলের খেলোয়াড়দের হাতে বল লাগলেও তা এড়িয়ে যান ম্যাচ রেফারি। পাশাপাশি ম্যাচ রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে দেখা দেয় যাবতীয় বিতর্ক। যা শেষ পর্যন্ত বদলে দেয় ম্যাচের রূপরেখা। যারফলে, ম্যাচ পরবর্তী সময় থেকে নিম্ন মানের রেফারিং নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে দ্বারস্থ হওয়ার কথা ভাবা হয় ক্লাবের তরফ থেকে। পাশাপাশি বিভিন্ন সোশ্যাল সাইটে ও ক্ষোভে ফেঁটে পড়তে দেখা যায় সমর্থকদের একটা বিরাট অংশকে।

Advertisements

উল্লেখ্য, গতবছর ও খারাপ রেফারিংয়ের অভিযোগ নিয়ে ফেডারেশনে দ্বারস্থ হয়েছিল লাল-হলুদ ব্রিগেড। তবে সেবার রেফারির সাময়িক শাস্তি হলেও পরিবর্তন আসেনি দলের পারফরম্যান্সের ক্ষেত্রে। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে ভিএআর প্রযুক্তির ব্যবহারের দাবি তুলছেন অনেকে।