Attack on Israel: ইজরায়েলি সেনা পালিয়েছে! অবরোধ ভেঙে ট্যাংক দখল ফিলিস্তিনিদের

ইজরায়েলের অতি নিখুঁত গুপ্তচর বিভাগের কাছে হামলার কোনও তথ্যই ছিল না। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের রকেট হামলা ও সীমান্ত পার করে ইজরায়েলি সেনার ট্যাংক দখলের…

Attack on Israel: ইজরায়েলি সেনা পালিয়েছে! অবরোধ ভেঙে ট্যাংক দখল ফিলিস্তিনিদের

ইজরায়েলের অতি নিখুঁত গুপ্তচর বিভাগের কাছে হামলার কোনও তথ্যই ছিল না। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের রকেট হামলা ও সীমান্ত পার করে ইজরায়েলি সেনার ট্যাংক দখলের ছবি আসতেই বিশ্ব হতবাক। ইজরায়েল সরকারও হতভম্ব। সরাসরি ইন্টেলিসেন্স ব্যর্থতার অভিযোগ উঠেছে। বিশ্ব সেরা প্রতিরক্ষা ইন্টেলিজেন্সের দেশ বলে চিহ্নিত ইজরায়েলের একাধিক শহরে তিরিশ মিনিটের মধ্যে কমপক্ষে সাত হাজার রকেট নিক্ষেপ করেছে হামাস। এই ফিলিস্তিনি সংগঠনটি ইজরায়েলের নজরে জঙ্গি গোষ্ঠি।

Attack on Israel: ইজরায়েলি সেনা পালিয়েছে! অবরোধ ভেঙে ট্যাংক দখল ফিলিস্তিনিদের

দ্য হিন্দু বিশেষ সূত্র মারফত জানাচ্ছে, হামাসের সামরিক শাখার নেতা মহম্মদ দেইফ ঘোষণা করেছেন “অপারেশন আল-আকসা স্টর্ম” চালানো হয় ইজরায়েলের উপর। তিনি ফিলিস্তিনিদের লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

BBC জানাচ্ছে, ইজরায়েলের পাল্টা হামলা শুরু হয়েছে। অতি দ্রুত নিজেদের সুরক্ষিত করে যুদ্ধে নেমেছে ইজরায়েল। অপারেশন আয়রন সোর্ড শুরু হয়েছে।

Advertisements

ইজরায়েলের উপর এই বিরাট হামলায় উঠে আসছে এ দেশের সুবিখ্যাত গোয়েন্দা বিভাগের কাছে ফিলিস্তিনি গোষ্ঠির এমন কোনও হামলার আশঙ্কা ছিলই না। গাজা থেকে হামাস রকেট হামলা চালায়। তহে এমন রকেট বৃষ্টি হবে তা ছিল কল্পনার অতীত। তেল আভিবের মতো শহরে রকেট হামলায় মৃতের সংখ্যা বাড়ছে। একাধিক সংবাদ সংস্থার ছবিতে স্পষ্ট এমন বড় আঘাত ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনের তরফে ইজরায়েল বহুকাল পায়নি। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন জঙ্গি হামলা হয়েছে।

Attack on Israel: ইজরায়েলি সেনা পালিয়েছে! অবরোধ ভেঙে ট্যাংক দখল ফিলিস্তিনিদের