Sports desk: আইএসএলে’র অষ্টম সংস্করণে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ, এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের ২৭ নভেম্বর, তিলক ময়দানে। চলতি আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান ৪-২ গোলে কেরলা ব্লাস্টার্সকে হারিয়ে নিজেদের অভিযান শুরু করেছে।
গোটা সবুজ মেরুন শিবির খোশ মেজাজে। আর এমন আবহে এটিকে মোহনবাগানের ডিফেন্ডার শুভাশিস বোস নিজের প্রিয়তমার আলিঙ্গনে চুটিয়ে ভালোবাসার অতল সাগরে ডুব দিয়েছে। নিজের ইনস্ট্রাগ্রাম পোস্টে সবুজ মেরুন শিবিরের ডিফেন্ডার প্রিয়তমার সঙ্গে ভালবাসার মুহুর্তকে শেয়ার করতে মোটেও ভুলে যায়নি, আর ভালবাসার ওই মুহুর্তই এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।
শুভাশিস বোস এটিকে মোহনবাগানের ডিফেন্ডার নিজের ইনস্ট্রাগ্রাম পোস্টে ভালবাসার আলিঙ্গণে প্রিয়তমাকে কাছে টেনে নিয়ে প্রিয়তমার কপালে ভালবাসার উষ্ণতা মেশানো চুম্বনের ছবির পোস্টে লিখেছেন,”জীবনের সেরা জিনিস সবসময় আপনার সাথে ভাল হয় ❤️😘”
যদিও প্রথম ম্যাচ জিতেও এটিকে মোহনবাগান নিজেদের ডিফেন্স নিয়ে অস্বস্তিতে রয়েছে। কোচ আন্তোনিও লোপেজ হাবাস টিমের পারফরম্যান্স নিয়ে চিন্তিত। কেননা তিরি’র হাঁটুতে চোট। চলতি আইএসএলের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে তিরি’র সার্ভিস পাওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা সবুজ মেরুন শিবিরে। কেরলা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিরি’র অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে এটিকে মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্ক।
এখন মহাডার্বি ম্যাচ আগামী শনিবার। এসসির ইস্টবেঙ্গল চলতি আইএসএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে রবিবার সন্ধেয়। সবকিছু ভুলে এটিকে মোহনবাগানের ডিফেন্ডার শুভাশিস বোস এখন প্রিয়তমার সঙ্গে আলিঙ্গনে ভালবাসার অমোঘ বন্ধনে।