নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে World Cup অভিযান শুরু করল পাকিস্তান

ভারতে প্রবেশ করা মাত্র খবরের শিরোনামে চলে এসেছিল পাকিস্তান। পরে বিভিন্ন কারণে আলোচনায় থেকেছেন বাবর আজমরা। সম্প্রতি পাকিস্তানি ক্রিকেটাররা জানিয়েছিলেন যে তারা হায়দরাবাদি বিরিয়ানিতে মজেছেন।…

Pakistan Netherlands

ভারতে প্রবেশ করা মাত্র খবরের শিরোনামে চলে এসেছিল পাকিস্তান। পরে বিভিন্ন কারণে আলোচনায় থেকেছেন বাবর আজমরা। সম্প্রতি পাকিস্তানি ক্রিকেটাররা জানিয়েছিলেন যে তারা হায়দরাবাদি বিরিয়ানিতে মজেছেন। তাদের খাওয়ার বিরিয়ানির স্বাদ সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু বিশ্বকাপে (World Cup) পাকিস্তানের ফর্ম কেমন সেটা জানা গেল শুক্রবার সন্ধ্যায়।

Advertisements

বিশ্বকাপ ২০২৩ এর প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নেমেছিল পাকিস্তান। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ডাচরা। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নড়বড়ে দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে। প্রথম তিন ব্যাটসম্যান আউট হয়েছেন খুব তাড়াতাড়ি। অধিনায়ক বাবর আজম নিজেও বড় ব্যাটে বেশি রান পাননি।

   

দলগত ৩৮ রানের মাথায় টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়েছিল পাকিস্তান। এরপর দলের হাল ধরেন মহম্মদ রিজওয়ান ও এস শাকিল। দুজনের মিলিত প্রচেষ্টায় ৩৮ থেকে দলের রান গিয়ে পৌছায় ১৫৮ তে। পরে পাকিস্তানের সহ অধিনায়ক শাদাব খান এবং মহম্মদ নওয়াজ দলের রানের চাকা আরও কিছুটা এগিয়ে নিয়ে যান।

Advertisements

২৮৭ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নামার শুরু দিকে পাকিস্তানের থেকে ভালো অবস্থানে দেখাচ্ছিল নেদারল্যান্ডসকে। ওপেনার বিক্রমজিৎ সিং দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কাঙ্ক্ষিত লক্ষ্যে দিকে। তাকে থামতে হল ব্যক্তিগত ৫২ রানে। শুরুটা ভালো করলেও নেদারল্যান্ডসের মিডল অর্ডারে বড় কোনো পার্টনারশিপ গড়ে ওঠেনি। একমাত্র Bas de Leede (৬৮ বলে ৬৭ রান) জিইয়ে রেখেছিলেন বিশ্বকাপে অঘটন ঘটানোর সম্ভাবনা।

রান করার পাশাপাশি বল হাতে তিনি নিয়েছেন চার উইকেট। দলের বাকিদের থেকে আরও একটু সাহায্য পেল আরও উজ্জ্বল হয়ে থাকতো তার অলরাউন্ড পারফরম্যান্স। ৪১ ওভারে দশম উইকেট হারায় নেদারল্যান্ডস। বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮১ রানে জয় অর্জন করল পাকিস্তান।