সন্তোষ ট্রফির নয়া মরশুমের কথা মাথায় রেখে গত কয়েকদিন আগেই বাংলা দলের নতুন কোচ হিসেবে আনা হয় বাঙালি কোচ রঞ্জন চৌধুরীকে। কিছুদিন আগে এমনটাই জানানো হয়েছল আইএফএ অফিসের তরফ থেকে। পূর্বে আবেদনের জন্য একাধিক নাম জমা পড়লেও শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় দুই প্রধানের এই প্রাক্তন সহকারীকে।
উল্লেখ্য, বছর চারেক আগেও বাংলার ফুটবল দলের দায়িত্বে ছিলেন তিনি। তবে সেবার টুর্নামেন্টের ফাইনালে কেরালা দলের কাছে হেরে যেতে হয়েছিল বঙ্গের ছেলেদের। এই মরশুমে ও ভবানীপুর ফুটবল ক্লাবের হয়ে দায়িত্ব সামলেছেন তিনি। গতবার তার দৌলতেই যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল ভবানীপুর। তাই এবার ও তার উপরেই ভরসা রেখেছিল ম্যানেজমেন্ট।
তাই সবদিক খতিয়ে দেখেই সন্তোষ ট্রফির জন্য এই কোচের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছে বঙ্গীয় ফুটবল ফেডারেশন। সেইমতো আজ ঘোষণা করা হয় গোটা স্কোয়াড। যার মধ্যে রয়েছেন মোট ২২ জন প্রতিভাবান ফুটবলার। যারমধ্যে অন্যতম হলেন, নরহরি শ্রেষ্ঠ, অরিজিৎ বাগুই, শঙ্কর রায়, দেবনাথ মন্ডল, রৌনক ঘোষ, রানা ঘরামী, উজ্বল হালদার, জিতেন মুর্মু, চাকু মান্ডি, শুভ ঘোষ, রাজ বাঁশফোর।
এছাড়াও এই স্কোয়াডে সুযোগ পেয়েছেন, উজ্বল হাওলাদার, সায়ন ব্যানার্জী, দ্বীপ সাহা, আলমগীর হুসেন, দ্বীপেন্দু বিশ্বাস, কৌস্তভ দত্ত, সাহিল হরিজন, বিক্রম প্রধান, সুজয় ঘোষ, রুহুল পুরোকাইত সহ থাকছেন বিল্লু টেলি।