বিধানসভায় একটাও বিধায়ক নেই তো কী হয়েছে, টানা চৌত্রিশ বছরের শাসনে দলীয় সংগঠনের জোর দেখাতে বিশাল মিছিল করে সিজিও কমপ্লেক্স ঘিরল সিপিআইএম। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্স অভিযান সিপিআইএমের। তদন্তের গতি বাড়ানো, দোষীদের শাস্তির দাবিতে এই অভিযান বলে জানিয়েছে CPIM
আদালতের নির্দেশে ইডি সিবিআই-এর তদন্তগুলির দ্রুত নিষ্পত্তি চেয়ে মিছিলে আছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ বাম নেতারা। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তীর দাবি, রাজ্যের সমস্ত দুর্নীতির খবর ইডি সিবিআইয়ের কাছে রয়েছে, তাও তারা বছরের পর বছর ধরে তদন্ত চালাচ্ছে। কোর্ট বুঝতে পারছে তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শাসকদলকে প্রশ্রয় দিচ্ছেন ইডি সিবিআই।
এদিকে নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবারই খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রামের বাড়িতে চলছে ইডি অভিযান। আর মিছিল থেকে সুজন চক্রবর্তীর প্রশ্ন, শুধু খাদ্যমন্ত্রীকে জেরা করলে হবেনা, আগের খাদ্যমন্ত্রীকে কে ধরবে? মিছিলে উপস্থিত মহম্মদ সেলিমের তার বক্তব্য, দোষীদের জামাই আদর করছে, নির্দোষদের ধরছে। তার প্রতিবাদ করতেই আজ এই মিছিল। সেলিম জানান,আদালতের নির্দেশে ইডি-সিবিআইয়ের হাতে থাকা সব দুর্নীতির তদন্তের নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিজিও কমপ্লেক্স অভিযান।
মিছিলে মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, সুমিত দে, শ্রীদ্বীপ ভট্টাচার্য, পলাশ দাস,অনাদি শাহুরা আছে। সুজন চক্রবর্তী বলেন, বিজেপির প্রশয় দিয়েই টিকে রয়েছে তৃণমূল, আমাদের পূর্ব ঘোষিত মিছিলের দিনেই কেন রাজভবনে যাচ্ছেন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই তো রক্ষাকবচ নিচ্ছেন।