এগিয়ে থেকেও এবার খালি হাতেই মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল (East Bengal)। নির্ধারিত সূচি অনুযায়ী আজ আইএসএলের (ISL) তৃতীয় ম্যাচ খেলতে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল দল। ম্যাচের প্রথমদিকে প্রতিপক্ষের বিরুদ্ধে এগিয়ে থাকলেও তা ধরে রাখা সম্ভব হয়নি কলকাতার এই প্রধানের পক্ষে। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে বেঙ্গালুরু এফসি। যারফলে, গত দুই ম্যাচ হারার পর নিজেদের ঘরের মাঠে প্রথম জয় পেল সুনীল ব্রিগেড।
বলাবাহুল্য, গত ম্যাচে হায়দরাবাদ বধ করার পর আজ শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী লাগছিল লাল-হলুদ ব্রিগেডকে। যারফল ও মিলেছিল একেবারে হাতেনাতে। ম্যাচের ঠিক ১৫ মিনিটের মাথায় প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে একটি বিশ্বমানের গোল করে দলকে এগিয়ে দেন লাল-হলুদ তারকা নাওরেম মহেশ সিং। যারফলে, ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ইমামি ইস্টবেঙ্গল দল।
তবে সেই আমেজ বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি মশাল ব্রিগেডের পক্ষে। ম্যাচের ঠিক ২১ মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে বেঙ্গালুরু। সেখান থেকে সুনীল ছেত্রীর গোল। যারফলে, ম্যাচের ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১ গোল।
FT| The boys fought extremely hard, but the result didn’t go our way.
We’ll regroup and come back stronger for #EBFCFCG! 💪#BFCEBFC #JoyEastBengal #EastBengalFC #ISL10 #ISL #LetsFootball pic.twitter.com/wFKUaVYprz
— East Bengal FC (@eastbengal_fc) October 4, 2023
প্রথমার্ধের শেষে এই ফলাফল থাকলেও, দ্বিতীয়ার্ধে নিজেদের ছক বদলে প্রতি আক্রমণে বারংবার ওঠার চেষ্টা করতে থাকে বেঙ্গালুরু এফসি। তবে লাল-হলুদ ফুটবলারদের পাসিং ফুটবল ও নন্দ-নাওরেমদের ঘনঘন আক্রমণের সামনে কার্যত দমে যেতে হচ্ছিল তাদের। এসবের মাঝেই ম্যাচের ঠিক ৭২ মিনিটের মাথায় জাভির ব্যাকভলি থেকে গোল তুলে নেয় বেঙ্গালুরু এফসি। ফলাফল গিয়ে দাঁড়ায় ২-১ গোল। ম্যাচ জুড়ে একাধিকবার গোলের সুযোগ আসলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি ইস্টবেঙ্গলের পক্ষে। তাই অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট খুইয়েই ফেরত আসতে হচ্ছে কুয়াদ্রাতের ছেলেদের।