গতকাল এএফসি কাপের ম্যাচে ফের জয় এসেছে সবুজ-মেরুনের। নির্ধারিত সময়ের শেষে মালদ্বীপের শক্তিশালী মাজিয়া দলকে পরাজিত করে কলকাতার এই প্রধান। ফলাফল থাকে ২-১ গোল। দলের হয়ে জোড়া গোল করেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স। উল্লেখ্য, সেই ম্যাচের শুরু থেকেই সকলের নজরে ছিলেন এই তারকা ফুটবলার।
ডুরান্ড কাপে তার পারফরম্যান্স খুব একটা দেখা না গেলেও এএফসি কাপের ম্যাচে যথেষ্ট চনমনে থাকেন তিনি। বলা যায় ফিরে আসলেন নিজের ফর্মে। তবে হ্যাট্রিক করার সুযোগ থাকলেও পেনাল্টি শেয়ার করতে গিয়ে নিজের গোলের সুযোগ হারাতে হয় তাকে। যারফলে দলের সমর্থকদের মধ্যে সাময়িক ক্ষোভ দেখা গেলেও অতিরিক্ত সময়ে গোল করে দলকে জেতান কামিন্স।
প্রথমার্ধে ম্যাচের ফলাফল ১-১ গোল থাকলেও দ্বিতীয়ার্ধ থেকে চাপ বাড়তে থাকে মোহনবাগান। তবে বারংবার বাধা পেতে হয় মাজিয়া রক্ষনভাগের সামনে। তবে ম্যাচের শেষেরদিকে তারকা মিডফিল্ডার সাহাল আবদুল সামাদের ডিফেন্স চেড়া পাস থেকে গোল করে দলকে জেতান জেসন কামিন্স। যা দেখে খুশি সকলেই। একইভাবে খুশির ঝিলিক ধরা দিয়েছে বাগান অধিনায়ক শুভাশিস বোসের মুখে।
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই ম্যাচ আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তী রাউন্ডে যাওয়ায় জন্য আমাদের এখান থেকে তিন পয়েন্ট পাওয়া খুবই জরুরি ছিল। এই ম্যাচ জিতে আমরা যথেষ্ট খুশি। পাশাপাশি দ্বিতীয়ার্ধে দল যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। প্রথমার্ধে কিছুটা চাপ থাকলেও দ্বিতীয়ার্ধে আমরা যথেষ্ট লড়াই করে তিন পয়েন্ট সংগ্রহ করতে পেরেছি। পরবর্তীতে দলের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন , আমরা একটা পরিবারের মতো। আমরা একসাথে থাকবো। একসাথে লড়াই করে তিন পয়েন্ট সংগ্রহ করাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে।